বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে ঢাকার নিম্ন আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অসুস্থ অবস্থায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে বেআইনিভাবে পুলিশ গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশের অবস্থা এখন এমন হয়েছে যে, একজন বিজ্ঞ আইনজীবীরও কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদেরও গ্রেফতার করা হচ্ছে। আমরা অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকোট আব্দুস সালাম, ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য, বুধবার (২৫ অক্টোবর) উত্তরার বাসা থেকে জামায়াত নেতা মতিউর রহমান আকন্দকে অসুস্থ অবস্থায় গ্রেফতার করে পুলিশ। পরে অ্যাম্বুলেন্সে করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মতিউর রহমান আকন্দ জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে ঢাকার নিম্ন আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ঢাকা জজকোর্ট শাখার ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভটি শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অসুস্থ অবস্থায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে বেআইনিভাবে পুলিশ গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশের অবস্থা এখন এমন হয়েছে যে, একজন বিজ্ঞ আইনজীবীরও কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদেরও গ্রেফতার করা হচ্ছে। আমরা অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুদ্দিন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকোট আব্দুস সালাম, ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য, বুধবার (২৫ অক্টোবর) উত্তরার বাসা থেকে জামায়াত নেতা মতিউর রহমান আকন্দকে অসুস্থ অবস্থায় গ্রেফতার করে পুলিশ। পরে অ্যাম্বুলেন্সে করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মতিউর রহমান আকন্দ জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
https://sunbd24.com/283741/
No comments:
Post a Comment