ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মন্দিরে দুর্গা প্রতিমা ছাড়াও কার্তিক, গণেশ, সরস্বতী ও লক্ষ্মীসহ অন্যান্য প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিমাদের মাথার অংশসহ বিভিন্ন স্থান ভাঙচুর করে দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, সনাতন সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের কালীতলা সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমার প্রাথমিকভাবে মাটির কাজ করে রেখে যায় কারিগররা। এই অবস্থায় সোমবার রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
কালীতলা সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস জানান, প্রতিমা তৈরির এ অবস্থায় স্থানীয় গ্রামবাসীর পক্ষে কিছু স্বেচ্ছাসেবক মধ্যরাত পর্যন্ত প্রতিমার পাহারা দিয়ে রাখত। সোমবার রাত সাড়ে ১১টার পরে তারা রাতের খাবার খেতে বাড়ি যায়। পরবর্তী রাত ১২টার পরে স্থানীয়রা দুর্গাপূজার মন্দিরে গেলে সেখানে বিভিন্ন প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পায়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।
জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, রাতের আঁধারে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কারা এর সাথে জড়িত আমরা জানতে পারিনি। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।
Copied from: https://www.kalbela.com/country-news/28106
No comments:
Post a Comment