বগুড়ায় দরবার শরীফের মাদ্রাসার এক ছাত্র বলাৎকারের শিকার হলে মামলা দায়ের করেন ছাত্রের পিতা। ঐ শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন এলাকাবাসি।
বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট আইলপুনিয়া দরবার শরীফে এক মাদ্রাসা ছাত্রকে (১৪)কে বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ আবু রায়হানকে (২২)কে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ গ্রামের ফজলুর রহমানের ছেলে ও মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষক ছিলেন।
ফজরের নামাজে যাওয়ার সময় ওই ছাত্রকে বলাৎকার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ছাত্রের পিতা বাদী হয়ে আটককৃত শিক্ষকের বিরুদ্ধে গত বুধবার (১ মার্চ) রাতে থানায় শিশু ধর্ষণ (বলাৎকার) মামলাটি দায়ের করেন।
স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি দফারফা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ইতিপূর্বে আইলপুনিয়া দরবার শরীফে চিকিৎসা দেওয়ার নামে শিক্ষক ঝাড়ফুক নামে অপচিকিৎসা ও ভণ্ডামির অভিযোগ রয়েছে।
স্থানীয় ও মামলার আরজি সুত্রে প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, কুন্দারহাট আইলপুনিয়া মুজাদ্দেদিয়া দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও দরবার শরীফে হেফজো (আরবী) লেখাপড়া করে নাটোরের সিংড়া উপজেলার ওই ভিকটিম ছাত্র।
মাদ্রাসার ছাত্ররা হেফজো বিভাগের একই কক্ষে লেখাপড়ার পাশাপাশি মেঝেতে ঘুমায়। মাদ্রাসার হেফজো বিভাগের শিক্ষক হাফেজ আবু রায়হান ওই কক্ষের চৌকির ওপর রাত্রি যাপন করতেন।
প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার ভোরে সকল ছাত্ররা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ওই কক্ষে পড়তে বসেন। শিক্ষক আবু রায়হান অজু করে রুমে আসে। মাদ্রাসার মসজিদে আজানের পর হেফজো কক্ষের ছাত্ররা লেখাপড়া বন্ধ করে মসজিদে ফজরের নামাজ পড়তে যায়। বলাৎকারের শিকার ভিকটিম ছাত্র নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রস্তুতি নেয়। শিক্ষক
রায়হান ওই ছাত্রকে কৌশলে দাঁড়াতে বলে কক্ষের সব দরজা বন্ধ করে দেয়।
একপর্যায়ে ছাত্রকে ঝাপটে ধরে হত্যার হুমকি দিয়ে বিছানার গদির ওপর নিয়ে বলাৎকার করে। পরের দিন বুধবার ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভুল হয়েছে বলে ঘটনার কথা স্বীকার করেন।
এসময় উত্তেজিত জনতা লম্পটকে গণপিটুনি দেয়। বলাৎকারের ঘটনা ধামাচাপা ও দফারফা করার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে প্রভাবশালীরা।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মাদ্রাসা ছাত্র বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
https://www.dainikamaderkatha.com/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%8F-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%8E%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0/?fbclid=IwAR17NiZFE8b5VAfWqvVa54KWrRE2z5zMis1Qr9Kg2Yh1972UiJypoURRB4c
No comments:
Post a Comment