পুলিশের ভাষ্য, ঘটনার দিন রাত ১টার দিকে চন্দ্রপুর সীমান্তে যায় ১৭-১৮ জনের একটি দল। তখন বিএসএফের তাড়া খেয়ে সবাই পালিয়ে আসতে পারলেও সুমন আটক হন। সেখানে তাকে গুলি করে ফেলে রেখে যায় বিএসএফ।
লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত সুমন (২৫) রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা গেছেন।
সোমবার মধ্যরাত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। গত ২৫ ফেব্রুয়ারি সীমান্তে বিএসএফ গুলি করেছিল তাকে।
পুলিশের ভাষ্য, ঘটনার দিন রাত ১টার দিকে চন্দ্রপুর সীমান্তে যায় ১৭-১৮ জনের একটি দল। তখন বিএসএফের তাড়া খেয়ে সবাই পালিয়ে আসতে পারলেও সুমন আটক হন। সেখানে তাকে গুলি করে ফেলে রেখে যায় বিএসএফ। পরে তার সহযোগীরা গুরুতর আহতাবস্থায় সুমনকে গোপনে রমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা দিয়েও তাকে বাঁচানো যায়নি।
ময়নাতদন্তের পর সুমনের মরদেহ দাফনের জন্য বাড়িতে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, ওই রাতের ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন। কেউ তাদের পরিচয় প্রকাশ করছেন না।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান হাবিব নিউজবাংলা বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি রিপোর্টও আমার কাছে এসেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে এলে, কী করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
https://www.newsbangla24.com/news/221262/Youth-injured-in-BSF-firing-dies
No comments:
Post a Comment