Friday, March 31

শিক্ষানবিশ আইনজীবী রনির বাড়িঘর ভাংচুর

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদককারবারীদের হামলায় আহত শিক্ষানবিশ আইনজীবী মো: রনির বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যানপুর গ্রামের স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে নিহত মাদককারবারী আব্দুল হেকিম ওরফে টাক্কার স্বজন আল্লাদী বেগম ও রোপসা বেগমের নেতৃত্বে এ ভাংচুর হয়।

সরেজমিনে দেখা যায়, রনির দালান ঘরের উত্তর পাশের জানালা, বেড়ার টিনও ফলজ গাছপালা ভেঙ্গে ফেলা হয়েছে। মাদককারবারী টাক্কা হত্যাকাণ্ডের পর আতঙ্কে রনিও তার প্রতিবেশীদের বাড়িঘর তালাবদ্ধ।

এবিষয়ে কল্যানপুরের রনির মা হোসনা বেগম জানান, আব্দুর রৌফের ছেলে সানি মিয়া ও আব্দুর রহমানের মেয়ে রোপসা বেগম ও আল্লাদী বেগমের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর করে ৮০হাজার টাকার ক্ষতি সাধন করে। তাছাড়া আগুন লাগিয়ে ঘরবাড়ি পুড়িয়ে ফেলার হুমকিও দিচ্ছে তারা ।

তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে উত্তর ইউনিয়নের অন্তর্গত কল্যানপুর গ্রামে চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় গ্রামের লোকজন রাতের বেলায় পাহাড়ার ব্যবস্থা করেন। এজন্য টাক্কার মাদক চালান করা অসুবিধা হয়ে পড়ে। প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় টাক্কাকে হাতেনাতে গ্রামের যুবকরা ধরে থানায় সোপর্দ করে। টাক্কা সন্ত্রাসী নিয়ে আমার ছেলে রনিকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় প্রকাশ্যে ও মুঠোফোনে খুন জখমের হুমকি দেয়। হুমকির বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদেরকে জানালে টাক্কা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে রনির ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের প্রতিহত করলে টাক্কা আহত হয়।

তবে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম বলেন, তেমন ভাংচুর করে নাই। খবর পেয়ে আমি আইও ( মামলার তদন্তকারী কর্মকর্তা)কে পাঠিয়েছিলাম। তারা মাফ চেয়েছে। ফৌজদারি অপরাধ করে মাফ চাওয়ার কোন সুযোগ আছে কিনা? এমন প্রশ্নের জবার তিনি বলেন, আমি মাফ করার কে?

উল্লেখ্য যে , গত ১৭ই মার্চ বিকেলে মাদক কারবারী টাক্কার নেতৃত্বে প্রায় ১০-১৫জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কল্যানপুরে এসে রনির ওপর হামলা করে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে রনিকে উদ্ধার করে। এসময় উভয়পক্ষের লোকজন আহত হয়। পরে তাদের স্বজনরা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য টাক্কাকে ঢাকা নিয়ে যাওয়ার পথে নরসিংদীতে মারা যায় সে। পরে এ ঘটনায় গুরুতর আহত রনির মা হোসনা বেগম বাদী হয়ে রোপসা বেগম গংদের বিরুদ্ধে মামলা করেন।


============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment