দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদপত্র জানিয়ে লিফলেট বিতরণকালে যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এ ছাড়া দলের বিভিন্ন স্তরের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে।
গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন বর্জন করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১২টায় শহরের দড়াটানা থেকে এইচএমএম রোডে সর্বসাধারণের মাঝে বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদপত্র বিতরণ করেন যশোর জেলা বিএনপি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচির শেষের দিকে বড়বাজারে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে। এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ অনেক নেতাকর্মী আহত হন। পরে পুলিশি বাধা ও হামলার কারণে মাঝপথে কর্মসূচি পণ্ড হয়ে যায়। আহত নেতাকর্মীদের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা জানিয়েছেন। এদিকে এই রকম একটি নিরীহ কর্মসূচিতে বাধাদান ও পুলিশি লাঠিচার্জের ঘটনায় জেলা বিএনপি’র আহ্বায়কসহ নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করেছেন।https://mzamin.com/news.php?news=92435&fbclid=IwAR0blProToUAxgaC07ge0_gt2stM4RJ__fl6N0McdAZ8CWOn-mPxqOkyb1k
No comments:
Post a Comment