Monday, April 10

পুলিশকে মারধর: ছাত্রলীগ নেতাসহ ৩ জন কারাগারে

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাসকে মারধরের ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ এপ্রিল) দুপরে পুলিশের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হচ্ছেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, মনির ফরিয়া ও জিয়া পাইক।

এ ঘটনায় শনিবার রাতে আহত পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, জাকিরের বড় ভাই বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, একই গ্রামের জিয়াউর রহমান পাইক, জহিরুল ইসলামক পাইক, মনির পাইক, সান্টু ফকির, রুহুল ফরিয়া, বকর পাইকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী হোসেন জানান, শনিবার সন্ধ্যায় ঘটনার পরপরই ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়। আটকদের ভুদেবের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় অপর আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, আহত কনস্টেবল ডিউটি শেষ করে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। বিএইচপি একাডেমি পার হওয়ার সময় ভুদেবের মোটরসাইকেলের সামনের চাকা জাকিরের পায়ে আঘাত লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন জাকিরসহ তার সঙ্গীরা। এ সময় হেলমেট খুলে পরিচয় দেওয়ার পরও মারধর করা হয় ভুদেবকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

https://www.banglatribune.com/country/barishal/793618/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%A9-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87?fbclid=IwAR0Vp7l5poOxhf4ccZw3CPSdzijzIUvavhhHe21XckT9n-k6Igzd5S46ZLg

No comments:

Post a Comment