Thursday, February 2

রাঙামাটিতে ১০ টাকার জন্য নারী মাছ ব্যবসায়ীকে হিজড়ার ছুরিকাঘাত

রাঙামাটির নানিয়ারচরে ১০ টাকার জন্য হিজড়া কর্তৃক ছুরিকাঘাতে তুষিত চাকমা নামে এক মাছ বিক্রেতা কআহত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নানিয়ারচর উপজেলা সদরের সাপ্তাহিক হাটে মাছ বিক্রির সময় অজ্ঞাত এক হিজড়া তুষিতা চাকমা (৩৫) কে ছুরিকাঘাত করে।

এতে তুষিতা চাকমার ২ হাত, গলা ও গাল কেটে রক্তক্ষরণ হয়। সে ২ নং নানিয়ারচর সদর ইউনিয়নের সাপমারা এলাকার বাসিন্দা।

এসময় ২নং নানিয়ারচর সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিতা চাকমা ও স্থানীয়দের সহায়তায় তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

তুষিতা চাকমা জানায়, দুপুরে এক হিজড়া তার নিকট ১০ টাকা চাঁদা দাবি করে। মাছ বিক্রি না হওয়ায় সে কিছুক্ষণ পরে আসতে বলেন। এসময় ওই হিজড়া তুষিত চাকমার বিক্রি করতে আনা মাছগুলো মাটিতে ফেল দেয়। মাছ মাটিতে ফেলে দেওয়ার কারণ জানতে চাইলে ওই হিজড়া তুষিত চাকমাকে ছুরিকাঘাত শুরু করে। এই ঘটনায় স্থানীয়রা ছুটে এলে ওই হিজড়া পাশের এক দোকানে ঢুকে পড়ে। এবং সবার অলক্ষে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাফিস ইমতিয়াজ বলেন, স্বাস্থ্যকেন্দ্রে তুষিতা চাকমা নামে এক নারী আহত অবস্থায় এসেছেন। আমরা তার শরীরের ক্ষত জায়গাসমূহে সেলাই করে দিয়েছি। অল্পের জন্য খুব বড় রকমের কোন দুর্ঘটনা ঘটেনি।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত ওসি সুজন হালদার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
https://www.parbattanews.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF/?fbclid=IwAR1N9G-Tro_tC7UgG44lqRi9CnY7WJzU7pPxXQsig69OG5txjWtqNwnNp-g

No comments:

Post a Comment