বরগুনার পাথরঘাটায় পৌর যুবলীগের পরিচিতি সভার সংবাদ প্রকাশের কারণে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল পাথরঘাটা নিউজের প্রতিনিধি আশরাফুল ইসলাম সাকিলের ওপর হামলা ও তাকে লাঞ্ছিত করাসহ প্রাণনাশের হুমকি দিয়েছে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জনি পঞ্চায়েত।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল অ্যাকাডেমির সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জনি পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত জালাল পঞ্চায়েত ও বর্তমান ইউপি সদস্য পাখি বেগমের ছেলে।
সাংবাদিক সাকিল আহমেদ বলেন, পাথরঘাটা থানা মসজিদ-সংলগ্ন পুকুরের বেহাল অবস্থা নিয়ে নিউজ সংগ্রহ করতে সেখানে গেলে পাশের চায়ের দোকান মালিকদের সাথে কথা বলার একপর্যায়ে ছাত্রলীগের নেতা জনি পঞ্চায়েত যুবলীগের পরিচিতি সভার নিউজ প্রচার করাকে কেন্দ্র করে অশ্লীল ভাষায় গালাগালি করে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সুজনের সাথে জনির পূর্ব শত্রুতা রয়েছে। পাথরঘাটা নিউজ.কম-এর লাইভে সুজনকে দেখা যাওয়ার ক্ষিপ্ত হয়ে শাকিল আহমেদের ওপর হামলা চালায় জনি।
এ বিষয়ে পাথরঘাটা পৌর যুবলীগের সভাপতি মো: নাসির আকন জানান, আমরা যুবলীগের পরিচিতি সভায় সকল সাংবাদিকদের দাওয়াত করেছিলাম। তবে জনি পঞ্চায়েত যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত দুঃখজনক।
পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কী জানান, এ রকম একটি ঘটনার কথা শুনেছি, খোঁজ-খবর নিয়ে বিস্তারিত যেনে জানাতো পারবো।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার জানান, সাংবাদিক শাকিল আহমেদের ওপর হামলার বিষয়টি মৌখিকভাবে জেনেছি। তাকে লিখত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগে দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
https://www.dailynayadiganta.com/barishal/727574/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE
No comments:
Post a Comment