Tuesday, February 28

রাজশাহীতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার আবাসিক শিক্ষককে গ্রেপ্তার করেছে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ। সোমবার দিবাগ রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোস্তাকিন (২১)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার বনকেশর এলাকার আলমের ছেলে।

নিজের মতো অনেকের ভাগ্য গড়ছেন ট্রান্সজেন্ডার পলাশ

হস্তশিল্পের কারখানা গড়ে নিজের মতো আরও ৪৪ জনের ভাগ্যের চাকার হাল ধরেছেন গোপালগঞ্জের ট্রান্স নারী পলাশ। তার কারখানায় নির্মিত হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। এজন্য তিনি জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কারও জিতেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ছেন এই উদ্যোক্তা। তার কারখানায় গোপালগঞ্জ, বরিশাল ও পাবনাসহ কয়েকটি জেলার ট্রান্সজেন্ডাররা কাজ করছেন।

Sunday, February 26

Transgenders included in Bangladeshi textbooks

Wearing bright saris and heavy make-up, many of Bangladesh’s transgenders, or hijras, spend their days begging from people stuck in traffic and shopkeepers who give them small change in exchange for lucky blessings.

The government recognized hijras as a third gender in 2013, but they remain marginalized in a country where sexual activity between people of the same sex is illegal. Many hijras live in abject poverty and have no opportunity for a proper education, much less a job. Many are forced to beg or engage in sex work to survive.

Friday, February 24

Imposters giving Hijra community a bad name

A section of individuals has been disguising themselves as members of the Hijra community to harass people and extort money from them, giving true members of the community a bad name.

After investigating a ransom case filed against a group of alleged third-gender people at Wari in Dhaka, a policeman working in the Detective Branch found that 90% of the group were actually men and not transgender. They were using women's clothing to hide their identities the same way robbers use masks.

Thursday, February 23

রাজশাহীতে ‘চাঁদাবাজি’ ছেড়ে কর্মে ফিরছে তৃতীয় লিঙ্গের মানুষ

রাজশাহীর কাটাখালী এলাকায় পথে পথে ঘুরে বেড়াতেন তৃতীয় লিঙ্গের হেনা। মানুষের কাছে হাত পেতেই মিটতো তার পেটের খুদা। এজন্য অনেকের হাতে মারও খেতে হয়েছে তাকে। এক সময় তিনি বুঝতে পারেন, নিজে কিছু করতে হবে। তাই অনেক কষ্টে জমানো টাকা দিয়ে ২০০২ সালে শুরু করেন ডিমের ব্যবসা।

২০১৪ সালে পলি নামে তৃতীয় লিঙ্গের আরেক সদস্যও মানুষের কাছে হাত পাতা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। তাদের দেখাদেখি মামুন হক জুঁই ও সবুজ হক আঁখিও শুরু করেন ব্যবসা। তাদের এখন নিজেদের দোকান আছে। কোনো কোনো দোকানে আছে কর্মচারীও।

রাজশাহীতে ‘চাঁদাবাজি’ ছেড়ে কর্মে ফিরছে তৃতীয় লিঙ্গের মানুষ

রাজশাহীর কাটাখালী এলাকায় পথে পথে ঘুরে বেড়াতেন তৃতীয় লিঙ্গের হেনা। মানুষের কাছে হাত পেতেই মিটতো তার পেটের খুদা। এজন্য অনেকের হাতে মারও খেতে হয়েছে তাকে। এক সময় তিনি বুঝতে পারেন, নিজে কিছু করতে হবে। তাই অনেক কষ্টে জমানো টাকা দিয়ে ২০০২ সালে শুরু করেন ডিমের ব্যবসা।

২০১৪ সালে পলি নামে তৃতীয় লিঙ্গের আরেক সদস্যও মানুষের কাছে হাত পাতা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। তাদের দেখাদেখি মামুন হক জুঁই ও সবুজ হক আঁখিও শুরু করেন ব্যবসা। তাদের এখন নিজেদের দোকান আছে। কোনো কোনো দোকানে আছে কর্মচারীও।

Wednesday, February 22

আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টু সাময়িক বরখাস্ত

 যশোর আইনজীবী সমিতি থেকে শওকত আলী পিন্টুর সদস্য পদ সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমিতির শৃঙ্খলা বিরোধী আইন পেশার অসদাচারণ ও মর্যাদা হানিকর কাজ করায় সমিতির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।

সাংবাদিক জহিরুলের ওপর পুলিশী নির্যাতনে সিজেএফডি'র নিন্দা

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর কার্যনির্বাহী সদস্য ও দৈনিক কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক জহিরুল ইসলাম সম্প্রতি গুলশান এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিজেএফডি'র সভাপতি মোঃ শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন।

জহিরুল ইসলাম জানান, রবিবার রাতে রাজধানীর গুলশান-২ এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ ফেসবুক পেজে লাইভ করার সময় তাকে পিটিয়ে আহত করেন গুলশান থানার এক পুলিশ কর্মকর্তা। এসআই পদমর্যাদার এই কর্মকর্তার নাম হাসিব। তিনি গুলশান ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত। জহিরুল মাথায়, বুকে ও মুখে আঘাত পেয়েছেন।

মাদ্রাসা-ছাত্রকে-বলাৎকারের-অভিযোগে-যুবক-গ্রেফতার

মাদ্রাসা-ছাত্রকে-বলাৎকারের-অভিযোগে-যুবক-গ্রেফতার

https://www.jugerchinta.news/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%8E%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0/54179?fbclid=IwAR1QsJKCcrOQm1pR6Io07HBWHxw5pCkA74VYbRsHlkRU34ZecCYLckMYj1o

Tuesday, February 21

সাংবাদিক জহিরুলকে পুলিশী নির্যাতন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক জহিরুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ ।সোমবার (২০ ফেব্রুয়ারি ) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা জানান।

জহিরুল ইসলাম জানান, রোববার রাতে রাজধানীর গুলশান-২ এলাকায় অগ্নিকাণ্ডের সংবাদ ফেসবুক পেজে লাইভ করার সময় তাকে পিটিয়ে আহত করেন গুলশান থানার এসআই হাসিব। তিনি গুলশান ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত। জহিরুল মাথায়, বুক ও মুখে আঘাত পেয়েছেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে ভবনটির বিপরীত পাশে রাস্তায় দাঁড়িয়ে তিনি লাইভ দিচ্ছিলেন। ওই সময় এসআই হাসিব তাকে এসে বলেন, আপনি এখানে কী করছেন? এর জবাবে তিনি সেই পুলিশ সদস্যকে বলেন, আমি দৈনিক কালের কণ্ঠ থেকে ফেসবুক পেজে লাইভ দিচ্ছি। নিজেকে সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরই আমাকে বেধড়ক মারধর শুরু করেন এসআই হাসিব। এ সময় তার মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।

তিনি আরও জানান, মারধরের শিকার হওয়ার পর পাশে থাকা পুলিশের এক কর্মকর্তাকে দেখতে পেয়ে তার কাছে ছুটে যাই এবং সহযোগিতা চাই। এ সময় এসআই হাসিব সেখান থেকে সটকে পড়েন।

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে নির্যাতন করা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা এসআই হাসিবের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
https://www.banglanews24.com/national/news/bd/1059196.details

গ্রাম পুলিশের মারধরে হাসপাতালে সাবেক ইউপি চেয়ারম্যান

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড়
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেফতাহুল জান্নাতকে মারধরের অভিযোগ উঠেছে গ্রাম পুলিশের বিরুদ্ধে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের কাঁকড়াবালি গ্রামে মারধরের ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গ্রাম পুলিশ সুদীপ চন্দ্র দীর্ঘদিন থেকে সাবেক চেয়ারম্যান মেফতাহুলের পৌনে দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। কিন্তু তার অজান্তে প্রায় এক বিঘা জমি বেশি চাষ করে আসছিলেন সুদীপ। বিষয়টি জানার পর আমিন দিয়ে জমিগুলো পরিমাপ করা হয়। এতে পৌনে দুবিঘা জমির বদলে পৌনে তিনবিঘা জমি হয়।

জমি পরিমাপের সময় সুদীপের সঙ্গে চেয়ারম্যানের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুদীপ তাকে কিলঘুসি দেন। ধাক্কা দিয়ে তাকে সরিষা ক্ষেতে ফেলে দেন। স্থানীয়রা চেয়ারম্যানকে উদ্ধার করে উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।

Monday, February 20

বই আনতে গিয়ে বলাৎকারের শিকার

প্র
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল আরিফ বলেন, প্রাথমিক পর্যেবক্ষণে মনে হয়েছে শিশুটির শারীরিক পরীক্ষা করানো দরকার। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী এক সহপাঠীর কাছ থেকে বই আনতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে দশ বছরের এক শিশু।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শিশু বলাৎকার : মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

রাজধানীর দক্ষিণখান এলাকার সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার নাজারা বিভাগের ৯ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন


দণ্ডিত শিক্ষক ঢাকার দক্ষিণখান থানার সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার শিক্ষক ছিলেন

ঢাকার এক মাদ্রাসার নয় বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছুন্নাহার রোববার এ মামলার রায় ঘোষণা করেন।

হিজড়াকে ছুরিকাঘাত করে হত্যা

গাজীপুরে এক হিজড়াকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত আব্দুল খালেক (৪৪) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ঝাঝর এলাকার কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি গলিতে রোববার ভোরে এক হিজড়ার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে বাসন থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন কোনো কিছুর বিরোধ নিয়ে প্রতিপক্ষ তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।

Sunday, February 19

সমকামিতা থেকে রেহাই পেতে খুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. ইসমাইল (৪০) নামে এক শিলনোড়া খোদাই কর্মীর হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মো. গোলাম রাব্বী (২০) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে ১৬১ ধারায় ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। জবানবন্দিতে সে সমকামিতায় আসক্ত মো. ইসমাইলের ফাঁদ থেকে বাঁচতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে বলে জানায়। গত শুক্রবার সন্ধ্যায় গোলাম রাব্বী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কাউসারের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর ২ দিন আগে মঙ্গলবার সকালে পাকুন্দিয়া এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদের তীর থেকে মো. ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। নিহত মো. ইসমাইল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। অন্যদিকে ঘাতক মো. গোলাম রাব্বী প্রতিবেশী আবু তাহেরের ছেলে এবং মঠখোলা হাজী জাফর আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
https://mzamin.com/news.php?news=43359&fbclid=IwAR2DiVcSBKuJWWrnkKxetbMPJIRLxZby9MQ6cVhyAkihE-mNLWcZKE6wM2w

সমকামী থেকে ভয়ংকর অপহরণকারী যেভাবে

সাজানো সংসার কাজল ওরফে সোহাগ ওরফে সজনি হিজড়ার। রয়েছে ফুটফুটে দুটি সন্তানও। সমকামী হওয়ায় স্ত্রী ও পরিবারের প্রতি তেমন টান কাজ করতো না তার। গোপনে অন্য সমকামীদের মনোরঞ্জন করে আয় করা শুরু করেন। এরই মধ্যে তার মাথায় আসে অপহরণ চিন্তা। হিজড়ার (তৃতীয় লিঙ্গ) বেশ ধরে রাস্তা থেকে মানুষ ধরে নিয়ে নগ্ন ভিডিও তুলে টাকা হাতিয়ে নিতে থাকেন। এ কাজে দরকার ছিল বেশ কয়েকজন সহযোগী। যা জোগাড়েও অভিনব পন্থা অবলম্বন করেন সোহাগ। সমকামিতার মাধ্যমে উপার্জিত টাকা লোন (ঋণ) দিতেন নিম্ন আয়ের মানুষদের। যারা লোন পরিশোধ করতে পারতো না তাদের অপহরণ চক্রে যুক্ত হওয়ার প্রস্তাব দিতেন। এভাবে ভয়ংকর এক অপহরন চক্র গড়ে তোলেন সোহাগ।

ঢাকায় ৯০ ভাগই নকল হিজড়া, করেন চাঁদাবাজি: পুলিশ

রাজধানী ঢাকায় নব্বই ভাগই নকল হিজড়া। নকল হিজড়া সেজে রাস্তায় বের হয়ে চাঁদাবাজি করেন তারা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন।

যাত্রাবাড়ী থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নকল হিজড়া চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের সবাই পরিবার পরিজন নিয়ে ঢাকায় বসবাস করেন। অথচ তারাই হিজড়া সেজে রাস্তায় বের হন চাঁদাবাজি করতে।

উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চক্রটির প্রধান কাজল ওরফে সজনি হিজড়া। তার আসল নাম সোহাগ। দুই সন্তানের জনক সোহাগের রয়েছে সাত থেকে আটজনের চক্র। তারা চাঁদাবাজি সহ মানুষকে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, সজনি হিজড়া তার মতো আরও ৭ থেকে ৮ জনকে নিয়ে তৈরি করেন নকল হিজড়া গ্রুপ। রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট থেকে শুরু করে যেখানে-সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছিলেন তারা।

শুধু রাস্তায় বা বাসায় চাঁদাবাজি নয়, অপহরণের মাধ্যমেও সোহাগের চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এমনকি চাঁদাবাজির টাকা চড়া সুদে খাটানোরও প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা।

https://jobabdihi.com/details.php?id=77405

Saturday, February 18

অটোচালককে পুলিশের বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল



এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশা চালককে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। বিক্ষুব্ধ এলাকাবাসী তার বিচার দাবি করেছেন। এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি শুনে অভিযুক্ত কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেছেন।



Pause
Unmute

Advertisement



গত বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের স্টেশন রোডে এ ঘটনা ঘটে। অটোচালক মন্তু মিয়াকে (৪৯) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি পৌর এলাকার নওহাল গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহনগঞ্জ থানার আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোনাহার হোসেন। তিনি উপপরিদর্শক (এসআই) পদে রয়েছেন। 

ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজে দেখা যায়, যানজটের মধ্যে এসআই মোনাহার হোসেনের মোটরসাইকেলে মন্তু মিয়ার অটোরিকশার ধাক্কা লাগে। এরপর বাইক থেকে নেমে শার্টের কলার ধরে মন্তুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন মোনাহার। পরে মন্তুকে একটি দোকানের গলিতে নিয়ে বেধড়ক লাথি ও কিল-ঘুষি মারেন তিনি। এ সময় আশপাশের লোকজন তাকে থামানোর চেষ্টা করলে তিনি আরও চড়াও হন মন্তুর ওপর।

মন্তু বলেন, ‘বাজারে যানজটের মধ্যে অটো ঘুরাতে গিয়ে এসআই মোনাহরের মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগে। এতে তার বাইকের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তিনি বাইক থেকে নেমে কলার চেপে ধরে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে একটি দোকানের গলিতে নিয়ে বেধড়ক লাথি ও কিল-ঘুষি মারেন। আশপাশের লোকজন তাকে থামাতে এলে তিনি তাদের ওপর ক্ষিপ্ত হন।’

বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তবে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। ’

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ যুগান্তরকে বলেন, অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হিজড়া সেজে শিক্ষার্থীকে তুলে নিয়ে ব্ল্যাকমেইল, গ্রেফতার ৬

 রাজধানীতে হিজড়া সেজে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে পতিতার সঙ্গে ছবি তুলে ব্ল্যাকমেইল করেছে একটি প্রতারক চক্র। এমন অভিযোগে চক্রটির নকল হিজড়াসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারি বিভাগ। শনিবার (১৮ ফেব্রুযারি) ডিবির ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

Friday, February 17

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিনাজপুর হাকিমপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহাবুল হোসেন বাবু (২৩)। তিনি হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

হাকিমপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Wednesday, February 15

বইমেলায় বিক্রি বন্ধ প্রীতির লেখা ‘জন্ম ও যোনির ইতিহাস’

বাংলা একাডেমির টাস্কফোর্সের নির্দেশে প্রবাসী লেখিকা জান্নাতুন নাঈম প্রীতির বই বিক্রি বন্ধ করেছে নালন্দা। বইমেলার নীতিমালা পরিপন্থী ব্যক্তি আক্রমণ ও বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য থাকার অভিযোগে বইটি মেলায় প্রদর্শন ও বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেলে টাস্কফোর্স নালন্দা প্রকাশনীকে এ সিদ্ধান্ত জানায়।

নালন্দা প্রকাশনীর প্রকাশক রেদোয়ানুর রহমান জুয়েল গণমাধ্যমকে বলেন, ‘বিকেলে বাংলা একাডেমির টাস্কফোর্স এসে জান্নাতুন নাঈম প্রীতির ‘জন্ম ও যোনির ইতিহাস’ বইটি বইমেলার স্টলে প্রদর্শন ও বিক্রি করতে নিষেধ করে।

Tuesday, February 14

টিউশনির কথা বলে বাসায় ডেকে ধর্ষণচেষ্টা, আইনজীবী গ্রেফতার

 

টিউশনি দেওয়ার কথা বলে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা মামলায় আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী ও স্থানীয় ঘোনাপাড়া মোড়ের একটি রেস্টুরেন্টের পরিচালক।

রাজশাহীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করায় শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড়ে আইনুল উলূম মাদরাসার এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে জোবায়ের আহমেদ (৩২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য নিশ্চিৎ করেন আরএমপি পুলিশ।

এশিয়ান টিভির সাংবাদিক আবিরের উপর সন্ত্রাসী হামলা

এশিয়ান টিভির সাংবাদিক আবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন
রূপগঞ্জ প্রতিনিধি : এশিয়ান টিভির গাজীপুরের প্রতিনিধি সাংবাদিক আরিফ খান আবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।

শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সিনিয়র সাংবাদিক সুশীল সরকার, জিএম শহিদ, এসএম শাহাদাত, শহিদুল্লাহ গাজী, মাহবুব মনি, মাহবুব আলম প্রিয়, সাইফুল ইসলাম, রিপন মিয়া, ফয়সাল আহমেদ, শাকিল আহমেদসহ আরও অনেকে।

এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, অপরাধীরা আজকাল সংঘবদ্ধভাবে হামলা করছে। তাই সাংবাদিকদের ঐক্যের মাধ্যমে সকল অপরাধী ও হামলাকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।https://www.asiantvonline.com/mass-media/news/1746/abf3750d-c3f1-4929-b737-0085d4c345de

দুই বান্ধবীর বিষপান, একজনের মৃত্যু, নেপথ্যে-

সুমি আক্তার ও লক্ষ্মী দাস পূজা দুই বান্ধবী। দু’জনই ফরিদপুরের ভাঙ্গা কেএম কলেজের অনার্সের প্রথমবর্ষের ছাত্রী। দুই বান্ধবী গত ৭ই জানুয়ারি ভাঙ্গা থেকে শ্রীনগরে এসে একসঙ্গে বিষপান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃত্যু হয়। সুমির মৃত্যুর পর শ্রীনগর থানায় এসে তার পরিবার ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করে। পরে পুলিশি তদন্তে দুই বান্ধবীর সমকামিতার বিষয়টি বেরিয়ে আসে। জানা গেছে, সুমির বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সেরেস্তাবাদ। পূজার বাড়ি ভাঙ্গা উপজেলার সোনামুখী এলাকায়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাদের পরিচয়। সপ্তম শ্রেণিতে বন্ধুত্ব হয়।

Monday, February 13

পাথরঘাটায় সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতার হামলা

বরগুনার পাথরঘাটায় পৌর যুবলীগের পরিচিতি সভার সংবাদ প্রকাশের কারণে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল পাথরঘাটা নিউজের প্রতিনিধি আশরাফুল ইসলাম সাকিলের ওপর হামলা ও তাকে লাঞ্ছিত করাসহ প্রাণনাশের হুমকি দিয়েছে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জনি পঞ্চায়েত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল অ্যাকাডেমির সামনে এ ঘটনা ঘটে।

আলম খান মঞ্জুর উপর হামলায় নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ( জয়েন্ট সেক্রেটারি ) ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ আলম খান মঞ্জুর উপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এক বিজ্পতিতে ফোরামের সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও সাধারন সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিপন সহ কমিটির নেতৃবৃন্দ মঞ্জুর উপর অর্তকিত হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

‘ট্রান্সজেন্ডার-তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় আলাদা আইন দরকার’

-ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় বাংলাদেশে আলাদা আইন প্রণয়ন প্রয়োজন। বৈষম্যমূলক আইন, নীতি এবং অনুশীলনের কারণে ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষসহ যৌন বৈচিত্রমুখী ব্যক্তিরা এখনও তাদের দৈনন্দিন জীবনে নানা গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হন। প্রায়ই তাদের পরিচয় গোপন করে জীবন যাপন করতে হয়।

রোববার ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন কর্তৃক ট্রান্সজেন্ডার এবং তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে তথ্য অধিকার আইনের (আরটিআই) ব্যবহারের উপর তিন দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলো উঠে আসে।

https://sftv.com.bd/2023/02/12/চাঁদাবাজিতে-বাধা-দেওয়ায়/?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR3RKvC_-7Zat17WVY_hd1PjQsXVPLoB7CHyt5JEwRXhlHC-kHNZfByqD1Y_aem_AXKkDJQSL_otol-j3MmqFKQbIGZLvVuYJFtJiIq-1AWAaiDcXjPS0c2Y33UKcKNIMedqVTFi4hWffhwTWuNAtU5E

 https://sftv.com.bd/2023/02/12/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F/?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR3RKvC_-7Zat17WVY_hd1PjQsXVPLoB7CHyt5JEwRXhlHC-kHNZfByqD1Y_aem_AXKkDJQSL_otol-j3MmqFKQbIGZLvVuYJFtJiIq-1AWAaiDcXjPS0c2Y33UKcKNIMedqVTFi4hWffhwTWuNAtU5E

Bangladesh withdraws school books after anti-LGBTQ backlash

Bangladesh said Saturday it had withdrawn two new school textbooks after protests from Islamist groups incensed by a curriculum overhaul to recognise transgender identities, same-sex relationships and secular science.

Thousands have demonstrated in the capital Dhaka since last month demanding that the National Curriculum and Textbook Board (NCTB) scrap the changes to the books, published for students aged 11 to 13.

শিক্ষার্থীদের পুলিশের মারধর, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

রাজধানীর ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের মারধরের ছবি ও ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে হেনস্তা করেছে পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ওই সাংবাদিককে ধরে গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। পরে অন্য সাংবাদিকরা বাধা দিলে তাকে ছেড়ে দিয়ে তোপের মুখে পালিয়ে যান পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক লতিফ রানা জানান, ভুক্তভোগী ঢাকা মেইলের অপরাধবিষয়ক প্রতিবেদক খলিলুর রহমান স্টালিন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলন শেষে বের হচ্ছিলেন। ওই সময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে গাড়িতে তুলছিল। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে খলিল মোবাইল ফোনে এ ঘটনার ছবি তুলছিলেন এবং ভিডিও ধারণ করছিলেন। এসময় পেছন থেকে এক পুলিশ সদস্য তার গলা ধরে আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেন।

Sunday, February 12

পুলিশের উপস্থিতিতে যুগান্তর সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

রাজধানী ঢাকার ধামরাইয়ে পুলিশের উপস্থিতিতে দৈনিক যুগান্তর সাংবাদিক শামীম খানের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক।

শনিবার দুপুর ১২টার দিকে গাঙ্গুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

Saturday, February 11

বাগেরহাটে আইনজীবীকে মারপিট

 বাগেরহাটে আইনজীবী ও তার ভাইকে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় চারজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার (২৬ এপ্রিল) বাগেরহাট এডিশনাল চিফ ড. আতিকুস সামাদ এর আদালত এই আদেশ দেন। মামলায় এজাহার নামীয় আসামি জেলা সদরের সাবেক ষাট গম্বুজ ইউ পি সদস্য শেখ আবু সাঈদকে জামিন দিয়েছে আদালত।

https://thestreetjournal.org/bangladesh-withdraws-school-books-after-anti-lgbtq-backlash/?fbclid=IwAR05QTOq0ujaJb2qtWKRVXewtSTLg0Vzwh1Y_MOUSCpyTOzI8eToxlZY_14

Friday, February 10

ভোলায় আইনজীবীর উপর সন্তাসী হামলা

 

ভোলা জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এডভোকেট বাবলু হাসান (৩৫) সহ তার বড় ভাই মাহবুবুর রহমান (৪৫) মারাত্মক জখম হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ভোলার উকিল পাড়ায় ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

Thursday, February 9

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ৩ আইনজীবী

 হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার লিখিত আবেদন করেছেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজুল হক, আইনজীবী মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম। অপেশাদারিত্বমূলক, আক্রমণাত্মক ও দুর্ব্যবহারের অভিযোগের ব্যাখ্যা দিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) আদালতে হাজির হয়ে এ ক্ষমা চান তারা।

ক‌ওমি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন কারণ ও প্রতিকার

ক‌ওমি মাদ্রাসায় শিশু বলাৎকারের বিষয় নিয়ে অনেক আলোচনা হয় স্যোশাল মিডিয়ায়। বেশ কয়েক বছর যাবত এ নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে। মূল ধারার মিডিয়াগুলোতেও পর্যাপ্ত সংবাদ পরিবেশন হয়েছে বিগত কয়েক বছরে। কয়েকদিন আগেই কামরাঙ্গীরচর একটি মাদ্রাসা ছাত্র বলাৎকারের শিকার হয়ে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হয়েছে। বলাৎকারের শিকার হয়ে আত্মহত্যার ঘটনা এটাই প্রথম কি না জানি না। মাদ্রাসা মহলে এখন হয়ত সচেতনতা বৃদ্ধির প্রয়াস দেখা যাবে। তবে এই সচেতনতা আরো আগে থেকে হ‌ওয়া উচিত ছিল। কারণ একটা শিশু যখন বলাৎকারের শিকার হয় তখন সে আত্মহত্যা না করলেও তার মনের মৃত্যু ঘটে যায়। বিশেষত যখন তার উস্তাদ তার উপর পাশবিক নির্যাতন চালায় তখন তার অবস্থা কি হয় তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

ঢাকা বারের আইনজীবী আমিনুলকে ‘ক্রসফায়ারের’ হুমকি দেওয়ার অভিযোগ

পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী আমিনুল গণী টিটোকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ঢাকার দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের সামনে এই ঘটনা ঘটে। আইনজীবী আমিনুল গণী নিরাপত্তা চেয়ে ঢাকা আইনজীবী সমিতির কাছে আবেদন করেছেন।

আমিনুল গণী প্রথম আলোকে বলেন, ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলার বাদীকে জেরা করছিলেন তিনি। তখন এজলাস কক্ষে উপস্থিত মোকাররম হোসেন নামের এক ব্যক্তি বাদীকে আকার-ইঙ্গিতে প্রশ্নের জবাব সরবরাহ করছিলেন। তখন সেলিম হোসেন ও ইসতিয়াক উদ্দিন নামের দুজন আইনজীবী মোকাররমকে বাধা দেন। এ সময় হট্টগোল হলে মোকাররমকে এজলাস কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন আদালত।

Wednesday, February 8

বাংলাবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হুমায়ুন ফরিদ (২৪) নামে এক পাথর শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হুমায়ুন ফরিদ (২৪) নামে এক পাথর শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত-কদমতলা এলাকায় ৭৩২/১-এস পিলারের কাছে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত



ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরিফুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে।শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান জামিরুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।আরিফুল ইসলাম শ্যামকুড় পশ্চিম পাড়ার বাাসিন্দা আফেজ উদ্দিনের ছেলে।

ইউপি জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হয়। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসে।

তিনি আরও জানান, বর্তমানে লাশটি পড়ে আছে ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালি সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে।

৫৮ বিজিবির সিও লে. কর্নেল পারভেজ জানান, আমরা এমন একটি ঘটনা শুনেছি। বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। সে বাংলাদেশি কিনা তদন্ত চলছে।




এদিকে, ঘটনা জানাজানি হওয়ায় পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় একটি মাদ্রাসায় ১ম শ্রেণীতে পড়–য়া ৭ বছর বয়সের এক ছাত্র ওই মাদ্রাসার পাক্ষিক শিক্ষক দ্বারা ২ বার বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতে ডেমরার কোনাপাড়া এলাকার ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক মো. ইয়াসিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই রাতেই ইয়াসিন দ্বিতীয়বার ছাত্রটিকে মাদ্রাসার টয়লেটে কৌশলে বলাৎকার করে।

মুন্সিগঞ্জে দুই বান্ধবীর বিষপান, নেপথ্যে সমকামিতা!


মুসলিম ধর্মালম্বী সুমি আক্তার ও হিন্দু ধর্মালম্বী লক্ষী দাস পূজা। সম্পর্কে তারা দুই বান্ধবী৷ দু’জনই ফরিদপুরের ভাঙ্গা কেএম কলেজের অনার্সের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী।

দুই বান্ধবী গত ৭ জানুয়ারি ভাঙ্গা থেকে মুন্সিগঞ্জের শ্রীনগরে এসে একইসাথে বিষপান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃত্যু হয়। সুমির মৃত্যুর পর শ্রীনগর থানায় এসে তার পরিবার ধর্ষণ ও আত্নহত্যা প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করেন।

পরে পুলিশী তদন্তে দুই বান্ধবীর সমকামিতার বিষয়টি বেরিয়ে আসে।

Tuesday, February 7

বলাৎকারের শিকার হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

বলৎকারের শিকার হয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে হাফেজ শরিফুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করা হয়েছে, "শরিফুল ইসলামের মলদ্বার অস্বাভাবিক। মলদ্বার দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে মলদ্বার দিয়ে ইতিপূর্বে যৌন নিপীড়নের শিকার হয়েছিলো। তবে বিষয়টি কাউকে বলতে না পেরে নিজের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।"

ঠাকুরগাঁওয়ে ১২টি মন্দিরে হামলা, ১৪টি প্রতিমা ভাঙচুর

বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের সড়কের পাশে অবস্থিত ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা রাতের আঁধারে ভাংচুর করা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।





বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, গত ৪ঠা ফেব্রুয়ারি রাতে অজ্ঞাতরা এসব প্রতিমা ভাংচুর করেছে। এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

Monday, February 6

মান্দায় সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর

নওগাঁর নিয়ামতপুর গুজিশহর প্রেমগোসাই মেলা থেকে মান্দায় বাড়ি ফেরার পথে বাংলা চ্যানেল, দৈনিক আমার সংবাদ, বাংলাদেশের খবর ও সংবাদ প্রকাশের নওগাঁ প্রতিনিধি হামলার শিকার হয়েছেন। এ সময় তার ব্যাগে থাকা ক্যামেরা ও মোবাইল ভাঙচুরসহ ২০ হাজার টাকা ছিনিয়ে নেই।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের কালামারা ব্রিজের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক এম এ রাজ্জাক মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নরসিংদীতে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, ব্যবসায়ী আটক

রোবার (৫ ফেব্রুয়ারি) সকালে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।




নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ১০ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এমদাদুল হক বুলু (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২ মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর

ভাঙচুর করা মন্দিরের প্রতিমা। আজ রোববার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলার সিন্দুরপিণ্ডি এলাকাছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক রাতে ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের আটটি, পাড়িয়া ইউনিয়নের তিনটি ও চাড়োল ইউনিয়নের একটি মন্দিরের ওই ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। আজ রোববার সকালে স্থানীয় লোকজন মন্দিরের প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনাটি দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত।

প্রবীর কুমার গুপ্ত জানান, গতকাল দিবাগত রাতের কোনো এক সময়ে ধনতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডি এলাকার আটটি, পাড়িয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার তিনটি ও চাড়োল ইউনিয়নের সাহবাজপুর নাথপাড়া এলাকার একটি মন্দিরের ওই ১৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বেশির ভাগ প্রতিমাই রাস্তার পাশে স্থাপিত মন্দিরের। সেসব মন্দিরে কালী, সরস্বতী, লক্ষ্মী ও মনসার প্রতিমা ছিল। সেসব প্রতিমার মাথা, হাত, পাসহ বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয়েছে। আজ সকালে স্থানীয় লোকজন প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পেয়ে প্রশাসন ও পুলিশকে খবর দেন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।

Sunday, February 5

পঞ্চগড়ে বিএসএফের ছোড়া সাউন্ড গ্রেনেডে কৃষক আহত, পতাকা বৈঠকে অস্বীকার

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাকপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের ছোড়া সাউন্ড গ্রেনেডে আজিজার রহমান (৪২) নামের এক কৃষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুরে কাকপাড়া এলাকার মেইন পিলার ৪২২-এর সাব পিলার ২৪-সংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

Friday, February 3

রাজধানীজুড়ে হিজড়াদের দাপট, টার্গেটে প্রবাসীরা

তিন বছর পর দেশে ফেরেন হাবিবুর রহমান। তিনি দুই দশক ধরে থাকেন সংযুক্ত আরব আমিরাতে। রবিবার দেশে আসার সময় পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন উপহার নিয়ে আসেন। স্বজনরাও হাবিবুর রহমানকে এগিয়ে নেওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন। ভাড়া করা মাইক্রোবাসে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হতে টার্মিনাল থেকে বেরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সামনে ইউটার্ন নিয়ে বনানীমুখী সড়কে গেলেই ওত পেতে থাকা হিজড়ারা তাদের জিম্মি করে ফেলে। তিন হিজড়ার দুজন গাড়ির জানালায় গিয়ে চাঁদা চায়। আর একজন সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে রাখে। ঘটনাটি যেখানে তার প্রায় ৫০ গজ দূরেই দাঁড়িয়ে সড়কে যানজট নিরসনে কাজ করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। তবু হিজড়াদের কবল থেকে রক্ষা করতে তারা কেউ এগিয়ে আসেননি। হাবিবুর রহমানের কাছে হিজড়ারা ১ হাজার টাকা চাঁদা দাবি করে। পরিবারের সবার সামনে তাদের অশ্লীল কথাবার্তার মুখে এক প্রকার বাধ্য হয়ে ৩০০ টাকা দিয়ে তাদের বিদায় করেন তিনি।

Thursday, February 2

রাঙামাটিতে ১০ টাকার জন্য নারী মাছ ব্যবসায়ীকে হিজড়ার ছুরিকাঘাত

রাঙামাটির নানিয়ারচরে ১০ টাকার জন্য হিজড়া কর্তৃক ছুরিকাঘাতে তুষিত চাকমা নামে এক মাছ বিক্রেতা কআহত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নানিয়ারচর উপজেলা সদরের সাপ্তাহিক হাটে মাছ বিক্রির সময় অজ্ঞাত এক হিজড়া তুষিতা চাকমা (৩৫) কে ছুরিকাঘাত করে।

এতে তুষিতা চাকমার ২ হাত, গলা ও গাল কেটে রক্তক্ষরণ হয়। সে ২ নং নানিয়ারচর সদর ইউনিয়নের সাপমারা এলাকার বাসিন্দা।

এসময় ২নং নানিয়ারচর সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিতা চাকমা ও স্থানীয়দের সহায়তায় তাকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

তুষিতা চাকমা জানায়, দুপুরে এক হিজড়া তার নিকট ১০ টাকা চাঁদা দাবি করে। মাছ বিক্রি না হওয়ায় সে কিছুক্ষণ পরে আসতে বলেন। এসময় ওই হিজড়া তুষিত চাকমার বিক্রি করতে আনা মাছগুলো মাটিতে ফেল দেয়। মাছ মাটিতে ফেলে দেওয়ার কারণ জানতে চাইলে ওই হিজড়া তুষিত চাকমাকে ছুরিকাঘাত শুরু করে। এই ঘটনায় স্থানীয়রা ছুটে এলে ওই হিজড়া পাশের এক দোকানে ঢুকে পড়ে। এবং সবার অলক্ষে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাফিস ইমতিয়াজ বলেন, স্বাস্থ্যকেন্দ্রে তুষিতা চাকমা নামে এক নারী আহত অবস্থায় এসেছেন। আমরা তার শরীরের ক্ষত জায়গাসমূহে সেলাই করে দিয়েছি। অল্পের জন্য খুব বড় রকমের কোন দুর্ঘটনা ঘটেনি।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত ওসি সুজন হালদার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
https://www.parbattanews.com/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF/?fbclid=IwAR1N9G-Tro_tC7UgG44lqRi9CnY7WJzU7pPxXQsig69OG5txjWtqNwnNp-g