Monday, April 8

পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ



ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশ হেফাজতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। বিএনপির দাবি, পুলিশের মাত্রাতিরিক্ত নির্যাতনে তার মৃত্যু ঘটে। তবে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।গ্রেফতার অবস্থায় সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকরামের মৃত্যু হয়।আকরাম হোসেন জেলার হরিপুর উপজেলার দেহট্ট হাট পুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।




এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, পুলিশের মাত্রাতিরিক্ত নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন আকরাম। এরপর পুলিশ তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু ঘটেছে।’ তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।


জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে আকরামসহ পাঁচ জনকে হরিপুর থানা পুলিশ একটি মাদক মামলার আসামি দেখিয়ে বাড়ির পাশ থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশের দাবি, এই মাদক মামলার ১নং আসামি নিহত আকরাম। যুবদল নেতা আকরামের লাশ এখন হরিপুর উপজেলা হাসপাতালে রয়েছে।




ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) উত্তম পাঠক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক মামলার ১নং আসামি আকরামকে আদালতে পাঠানোর সময় অসুস্থ বোধ করেন। তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে আকরাম মারা গেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহনুজ্জামান বলেন, ‘দুপুর ১টা ৪৫ মিনিটে আকরাম হোসেনকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মৃত অবস্থায় তাকে এখানে নিয়ে আসা হয়। হাসপাতালে এখন পর্যন্ত তার মরদেহ রয়েছে। ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না, কী কারণে তার মৃত্যু হয়েছে।


এদিকে, জেলা বিএনপির দাবি, বিরোধী দলের ওপর চলমান সরকারি দমন-পীড়নের অংশ হিসেবে মিথ্যা ও সাজানো মাদক মামলার গ্রেফতার দেখিয়ে যুবদলের সাধারণ সম্পাদক আকরামকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ।

No comments:

Post a Comment