Tuesday, April 30
Bangladesh: JMBF and SIL Express Strong Concern Over the Recent Arrest of Two Lesbian Individuals in Tangail
Paris, France; April 30, 2024: France-based rights organizations JusticeMakers Bangladesh in France (JMBF) and Solidarity International LGBTQI (SIL) jointly express profound concern and outrage over the recent arrest of two lesbian individuals from Tangail, Bangladesh, on April 21, 2024, due to their sexual orientation and same-sex relationship.
JMBF and SIL believe the arrest of the two lesbian women, who wished to marry, is a grave violation of their fundamental human rights and dignity as declared in the Constitution of the People's Republic of Bangladesh and the United Nations Declaration of Human Rights (UDHR).
Saturday, April 27
Can we evade accountability for the death of transgender model Radia Teherin Utsha?
On Monday, April 22, 2024, Radia Teherin Utsha, a 19-year-old transgender model, tragically ended her life by jumping from the sixth-floor roof of Byatikram Mahila Hostel in Mirpur, Dhaka. Radia, a student in the honors first year at Mirpur Bangla College, took this drastic step.
The recent suicides of transgender individuals in Bangladesh, including Radia Tehrin Uthso who tragically took her own life, serve as stark reminders of the urgent need for societal change. These heartbreaking losses highlight the profound challenges faced by transgender people in our country, challenges that demand immediate attention and decisive action from all sectors of society.
The young woman was seriously injured after leaping from the female hostel located at Mahua Manzil, Mirpur-10. Despite efforts to save her, Radia succumbed to her injuries at the emergency department of Shaheed Suhrawardy Hospital. It has been revealed that Radia had been concealing her transgender identity during her six-month stay at the hostel.
Friday, April 26
Bangladeshi youth killed in BSF firing near Patgram border
A Bangladeshi youth was shot dead by India's Border Security Force (BSF) across the border in Patgram upazila in Lalmonirhat early today.
The victim is Abul Kalam, 22, of Jhalangi Dangarpar village of Srirampur union in Patgram upazila, reports our Lalmonirhat correspondent quoting Abu Saeed Chowdhury, officer-in-charge (OC) of Patgram Police Station.
The incident took place near Pillar No 848 at Jhalangi Dangarpar border in Srirampur union around 4:00am.
Abul Kalam was shot by BSF personnel patrolling the Duradabri camp of 169 BSF Battalion in Cooch Behar, confirmed Nayek Subedar Nurul Amin, in-charge of Teesta 61 BGB Battalion's Jhalangi camp.
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস বৈশাখী মেলায় জাদু খেলার নাম করে ‘অশ্লীল নৃত্য’ পরিবেশনকালে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) গভীর রাতে ওই মেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বুধবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম।
Thursday, April 25
Statement:JMBF Expresses Grave Concern Over Alleged Police Torture Deaths in Sunamganj and Thakurgaon
Paris, France; April 24, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) expressed deep concern regarding the deaths of two individuals, including a leader of Jubo Dal, allegedly due to brutal torture by police in Sunamganj and Thakurgaon on April 16 and 8, 2023, respectively.
Demanding exemplary punishment for the perpetrators of these alleged gross human rights violations, JMBF calls for the establishment of an inquiry committee led by a judicial magistrate to ensure integrity and transparency in the investigation process.
According to report published in different new media in Bangladesh, JMBF learned that On April 16, 2024, Tuesday evening, Ramiz Mia (50) from Burungamara village in North Sreepur Union of Tahirpur, Sunamganj, allegedly died in police custody during his arrest by members of the Tahirpur Police Station.
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লিঙ্গবৈচিত্র্যের মানুষরা সবচেয়ে বেশি আলোচনায় এবং আক্রান্তও হচ্ছেন বিশেষ করে এ বছরের প্রথম দিক থেকে পাঠ্য বইয়ে শরীফা-শরীফ গল্পকে কেন্দ্র করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পাঠ্যবই ছেঁড়া নিয়ে। এই বিষয়ে ভুল ব্যাখ্যা মূলত এই আলোচনাকে সামনে নিয়ে আসে। শুরু হয়ে যায় ফেসবুকসহ নানান ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে বিদ্বেষ ছড়ানো। আতঙ্ক শুরু হয় লিঙ্গবৈচিত্র্যপূর্ণ মানুষদের মধ্যে। কয়েকজন শিকার হন আক্রমণ এবং হেনস্তার।
Wednesday, April 24
Trans woman dies allegedly by suicide
A trans woman died after falling from a six-storey girls' hostel in the capital's Mirpur area on Monday night.
The deceased was identified as Radiya Tehrin Utsho, 19, a student of Bangla at Mirpur College and daughter of Saiful Islam from Jamalpur's Bakshiganj upazila.
Utsho had made history as the first trans woman to get a "yes card" in the "Miss Evergreen Bangladesh" pageant last September.
She died after falling from the roof of "Betikrom Girls Hostel" in Mirpur-10, where she had been staying for the past six months.
JMBF deeply mourns the recent tragic suicidal death of transgender model Radia Teherin Utsha in Dhaka.
Paris, France; April 23, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) deeply mourns the tragic suicidal death of transgender model Radia Teherin Utsha in Dhaka on April 22, 2024. JMBF believes that Radia Teherin Utsha's death is a sobering reminder of the human cost of prejudice and discrimination. We should honor her memory by redoubling our efforts to create a society where all people are treated with respect and dignity, regardless of their gender identity.
JMBF learned from its reliable sources that Radia Teherin Utsha, a 19-year-old transgender model, tragically ended her life by jumping from the sixth-floor roof of Byatikram Mahila Hostel in Mirpur, Dhaka. Radia, a student in the honors first year at Mirpur Bangla College, took this drastic step on April 22, Monday, around 8:00 PM.
Tuesday, April 23
B’baria Border: Bangladeshi shot dead by BSF
A Bangladeshi youth was shot dead by members of the Indian Border Security Force (BSF) along the Kasba border of Brahmanbaria last morning.
The deceased was identified as Hasan Miah, 26, of Kaiumpur village in Kasba upazila.
The incident took place in the Putia border area of Bayek Union around 9:30am, Kasba Police Station's Officer-in-Charge (OC) Raju Ahmed and sources at Bangladesh Border Guard confirmed media.
একসঙ্গে বাসাভাড়া দুই মাদরাসাছাত্রীর, ছিল বিয়ের পরিকল্পনা
টাঙ্গাইলের গোপালপুরের রামপুর চতিলা গ্রামের দাখিল পড়ুয়া এক ছাত্রীর বাড়িতে তার প্রেমের টানে ছুটে এলো কিশোরগঞ্জের কটিয়াদীর আলিম পড়ুয়া আরেক ছাত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুজনকেই উদ্ধার করে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।
জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চতিলা গ্রামে মাদরাসা ছাত্রীর সঙ্গে একবছর আগে কিশোরগঞ্জে কটিয়াদীর আলিম পড়ুয়া মেয়ের ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গেল বছরের আগস্টে টাঙ্গাইলের মেয়ের বাড়িতে আসে কিশোরগঞ্জে মেয়েটি। বান্ধবী পরিচয়ে একসঙ্গে তারা রাত্রিযাপন করে। এর ধারাবাহিকতায় ৩দিন আগে টাঙ্গাইলের মেয়েটির বাড়িতে আবারও চলে আসে কিশোরগঞ্জের মেয়েটি। উভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ১৫০০ টাকায় বাসা ভাড়া নেয়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রোববার রাতে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে এবং বিয়ে করার সিদ্ধান্তের কথা জানায়।
মহিলা হোস্টেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর আত্মহত্যা
রাজধানীর মিরপুরে মহিলা হোস্টেলের ছয়তলা ছাদ থেকে পড়ে রাদিয়া তেহরিন (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মিরপুর বাংলা কলেজের ছাত্রী।
২২ এপ্রিল, সোমবার রাত ৮টার দিকে মিরপুর-১০ এর মহুয়া মঞ্জিল ব্যতিক্রম মহিলা হোস্টেলের ৬ তলা থেকে লাফিয়ে নীচে পড়ে গুরুতর আহত হন রাদিয়া। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Monday, April 22
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০
বকেয়া বেতন দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এ সময় শিল্প পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত ফতুল্লার অবন্তী কালার টেক্স গার্মেন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শিল্প পুলিশ নারায়ণগঞ্জ ইউনিটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, বকেয়া বেতন দাবিতে প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন অবন্তী কালার টেক্সের শ্রমিকরা। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমকিদের সংঘর্ষে ঘটনা ঘটে। বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে ফিরে যান।
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
bangলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জাবের বিন জব্বার জানান, বিএসএফের গুলিতে একজন যুবক মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
Sunday, April 21
নাফ নদীতে বিজিপির গুলিতে ২ বাংলাদেশি জেলে আহত
‘আমরা নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত নেড়ে বাংলাদেশের পতাকা দেখিয়ে তাদেরকে গুলি না করার ইঙ্গিত দিচ্ছিলাম। কিন্তু তারা আমাদের সংকেত উপেক্ষা করে।’
টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্টমার্টিন দ্বীপে যাচ্ছে পর্যটক জাহাজ। ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
Saturday, April 20
পুলিশের বিরুদ্ধে বাসের সুপারভাইজারকে মারধরের অভিযোগ
সাভারে টহলের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশের এক কনস্টেবল রোজদারের বিরুদ্ধে যাত্রীবাহী বাসের সুপারভাইজারের অন্ডকোষে লাথি মারাসহ বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার ভুক্তভোগীর নাম হানিফ আলী (২৮)। তিনি ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী মৌমিতা পরিবহনে সুপারভাইজার হিসেব চাকরি করেন। ভুক্তভোগী হানিফের অভিযোগ, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিজের বাস গ্যারেজে রেখে তিনি বাসায় যাওয়ার জন্য জোড়পুল বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ান। এসময় সাভার হাইওয়ে পুলিশের একটি টহল দল ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের চালকের কাছে কাগজপত্র চাইছিল। কিন্তু চালক কাগজপত্র দেখাতে গড়িমসি করলে পুলিশের এক সদস্য চালককে মারধর করতে থাকেন। একপর্যায়ে ‘আমি ওই বাসের কাছে গিয়ে পুলিশ সদস্যদের বলি, ভাই গাড়ির মহাজন আসতেছে, মারধর করছেন কেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদার প্রথমে গালিগালাজ করেন। এরপর ওই কনস্টেবল আমার শরীরের বিভিন্ন অংশে ২০ থেকে ২৫টি লাথি মারেন। লাথিতে আমার গোপন অঙ্গে প্রচন্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ি।
প্রেস বিবৃতি: ফরিদপুরে সাম্প্রদায়িক হামলায় দুই নির্মান শ্রমিক নিহতের ঘটনায় জেএমবিএফ গভীর ভাবে উদ্বিগ্ন!
প্যারিস, ফ্রান্স, ২০ এপ্রিল ২০২৪- গত ১৮ এপ্রিল ২০২৪ তারিখ বৃহষ্পতিবার দিবাগত রাতে ফরিদপুরের মঘুখালীতে মন্দিরে আগুন দেয়ার সন্দেহে হিন্দু ধর্মাম্বলী স্থানীয় জনগণের পিটুনিতে ইসলাম ধর্মাম্বলী দুই নির্মান শ্রমিকের মৃর্ত্যু এবং অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় জাস্টিস মেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
উক্ত ঘটনায় অবিলম্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সমগ্র বিষয়টি দ্রুত ও নিরপেক্ষে তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেফতারপূর্বক প্রচলিত আইনে স্বচ্ছ ও প্রকাশ্য বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানিয়েছে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জেএমবিএফ।
JMBF Granted Membership to International Observatory on Participatory Democracy
Today, on April 19, 2024, JusticeMakers Bangladesh in France (JMBF) has achieved a significant milestone by officially becoming a member of the International Observatory on Participatory Democracy (IOPD) network. The announcement, delivered by the IOPD Steering Committee, marks a pivotal moment for the organization, highlighting its dedication to advancing democratic principles globally.
The approval of JMBF's membership underscores its unwavering commitment to promoting participatory democracy and fostering citizen engagement, both in Bangladesh and beyond. Under the leadership of Advocate Shahanur Islam, JusticeMakers Bangladesh in France has been at the forefront of initiatives aimed at empowering communities and amplifying the voices of marginalized groups, with a particular focus on advocating for the rights of the LGBT community.
Friday, April 19
শ্রীপুরে এক হিজড়ার আত্মহত্যা
গাজীপুর: জেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে মানসিক চাপে আব্দুল মান্নান অনন্যা (২২) নামের এক হিজড়া (তৃতীয় লিঙ্গ) আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
গতকাল বুধবার (১৭ এপ্রিল) রাতে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে ওই হিজড়া (তৃতীয় লিঙ্গ) আত্মহত্যা করে ।
নিহত আব্দুল মান্নান অনন্যা উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের নূরুল আমিনের (তৃতীয় লিঙ্গ )সন্তান। তিনি ধনুয়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তার মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান।
Thursday, April 18
গ্রে ফ তা রের সময় পুলিশের মারধরে ‘আসামি’র মৃত্যুর অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুরে গ্রেপ্তার করার সময় রমিজ মিয়া (৫০) নামের এ ব্যক্তির মৃত্যুর ঘটনায় ময়না তদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
বুধবার (১৭ এপ্রিল) লাশ দাফনের পর পুলিশ রমিজ মিয়ার পরিবার ও স্থানীয় লোকজনকে এই আশ্বাস দেয়।
রমিজ মিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের মারধরেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তাঁরা।
অবশেষে ইউটিউব থেকে সরানো হলো নাটক ‘রূপান্তর’
নানা সমালোচনার মুখে অবশেষে ইউটিউব থেকে সরানো হলো নাটক ‘রূপান্তর’। ফারহান আহমেদ জোভান অভিনীত এটি ছিল ঈদের নাটক।
মূলত ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনভর নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলতে থাকে। অনেকে বলেছেন ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মনগড়া কথা বলছেন। কেউ কেউ বলেছেন নাটকে ট্রান্সজেন্ডার কনসেপ্টকেই প্রচারণা করা হয়েছে। সমালোচনার মুখে একান্ন মিডিয়ার ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হলো। তবে নাটকটির পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর কোনো মন্তুব্য পাওয়া যায়নি।
Wednesday, April 17
ট্রান্সজেন্ডার বিষয়ক ‘রূপান্তর’ নাটক ঘিরে যে নাটকীয়তা
সম্প্রতি ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের মানুষদের নিয়ে তৈরি ‘রূপান্তর’ নামের একটি নাটক ইউটিউবে প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সেইসাথে, নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন ইতোমধ্যে এক ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ বলেছে, নাটকের বিষয়বস্তু সম্পর্কে তাদের জানা ছিল না। যাদের সাথে নাটকের স্পন্সর করার বিষয়ে চুক্তি হয়েছিল, সেই বিজ্ঞাপনী সংস্থা ‘লোকাল বাস এন্টারটেইনমেন্ট’কে তারা আইনি নোটিশও পাঠিয়েছে।
ট্রান্সজেন্ডার বিষয়ক ‘রূপান্তর’ নাটক ঘিরে যে নাটকীয়তা
সম্প্রতি ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের মানুষদের নিয়ে তৈরি ‘রূপান্তর’ নামের একটি নাটক ইউটিউবে প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সেইসাথে, নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন ইতোমধ্যে এক ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ বলেছে, নাটকের বিষয়বস্তু সম্পর্কে তাদের জানা ছিল না। যাদের সাথে নাটকের স্পন্সর করার বিষয়ে চুক্তি হয়েছিল, সেই বিজ্ঞাপনী সংস্থা ‘লোকাল বাস এন্টারটেইনমেন্ট’কে তারা আইনি নোটিশও পাঠিয়েছে।
শ্রীপুরে ভাড়াবাড়ি থেকে হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার
জীপুরের শ্রীপুরে ভাড়াবাড়ি থেকে আব্দুল মান্নান অনন্যা (২২) নামের এক হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
Tuesday, April 16
বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক, অভিযোগ মাদক চোরাচালানের
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় আমিনুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অভিযোগ উঠেছে, ভারত থেকে মাদক নিয়ে দেশে আসার সময় তাকে আটক করেছে।
সোমবার (১৫ এপ্রিল) রাতে আমিনুরের পরিবার দাবি করেন উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আটক আমিনুর ওই এলাকার জাবেদ আলীর ছেলে।
Statement: JMBF Condemns Detention of Lesbian Couple in Bagerhat, Bangladesh
Paris, France; March 16, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) expressed profound concern regarding the recent detention of a married lesbian couple by the Mongla police station in Bargethat. The detention followed a homophobic local public protest against the couple's expression of their sexual orientation and their marriage on April 13, 2024.
The France-based rights organization is deeply troubled by the police's actions in detaining the couple for 24 hours solely because of their decision to marry as a same-sex couple. JMBF views this incident as a blatant violation of the couple's constitutional rights and their dignity.
Sunday, April 14
ভালোবাসার টানে মেয়ে-মেয়ে ‘বিয়ে’, আটক করল পুলিশ
টিকটকে নারায়ণগঞ্জের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় বাগেরহাটের আরেক তরুণীর। সেই থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, ভালো সম্পর্ক। একপর্যায়ে ওরা প্রেমে পড়েন একে অপরের। বিয়ে করে সারা জীবন একসঙ্গে থাকবেন বলেও শপথ করেন। অবশেষে যেই কথা সেই কাজ! নারায়ণগঞ্জের তরুণী চলে যান বাগেরহাট। করেন বিয়ে! বিষয়টি স্থানীয়রা মানতে না পেরে থানায় জানান। পরে পুলিশ এসে তাদের আটক করে।
JusticeMakers Bangladesh in France Granted Membership to Association for Women's Rights in Development
On April 13, 2024, JusticeMakers Bangladesh in France (JMBF) was granted membership to the Association for Women's Rights in Development (AWID). This exciting development underscores JMBF's commitment to advancing gender equality and women's rights both locally and globally.
The news of JMBF's membership was met with great enthusiasm by the organization's members and supporters. "We are thrilled to have become members of AWID and to join forces with such a prestigious organization dedicated to promoting women's rights and gender justice," said Advocate Shahanur Islam, Founder President of JusticeMakers Bangladesh in France.
Monday, April 8
পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশ হেফাজতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। বিএনপির দাবি, পুলিশের মাত্রাতিরিক্ত নির্যাতনে তার মৃত্যু ঘটে। তবে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।গ্রেফতার অবস্থায় সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকরামের মৃত্যু হয়।আকরাম হোসেন জেলার হরিপুর উপজেলার দেহট্ট হাট পুকুর গ্রামের আব্দুল তোয়াবের ছেলে।
JMBF and SIL Join Forces at Salon De Association LGBT+ in Paris, France
JusticeMakers Bangladesh in France (JMBF) and Solidarity International LGBTQI (SIL) recently collaborated to participate in the Salon De Association LGBT+ organized by the Inter LGBT in Paris, France, on April 7 and 8, 2024.
Representatives including Advocate Shahanur Islam, Founder President of JMBF, Robert Simon, President of SIL, WHITNEY ANTHONY, and Hervé CALDO, Board member of SIL, were present at the event on behalf of their respective organizations amongst others.
The highlight of their joint participation was the establishment of an information booth, where JMBF and SIL showcased an array of educational materials, informational resources, and communication tools. This booth served as a hub for engaging with attendees, disseminating crucial information, and fostering dialogue on LGBTQI rights, activism, and advocacy efforts.
Statement: JMBF Strongly Condemns Conviction of Transgender Individuals in Dhaka, Demands Immediate Release
Paris, France; April 7, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) strongly condemns the recent conviction and imprisonment of five individuals from the transgender/third gender/hijra community on charges of extortion and public disturbance at Hazrat Shahjalal International Airport, Dhaka, on April 6, 2024.
France-based Rights Organization JMBF believes that this action, aimed at the sexual minority transgender/hijra/third gender community, will exacerbate the marginalization of an already vulnerable group in society and perpetuate harmful stereotypes, failing to address the root causes of their alleged behavior and activities.
Sunday, April 7
নওগাঁ এক ব্যক্তির পক্ষ নিয়ে মারধর করে ঘর-বাড়ি ভাঙ্গলেন পুলিশ সংবাদ সংগ্রহের সময় পুলিশের হাতে সাংবাদিক লাঞ্চিত
নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তির পক্ষ নিয়ে মারধর করে ঘর-বাড়ি ভাঙ্গলেন ফাঁড়ির পুলিশ সেই তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেছেন পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম। জানাযায়, চাঁপাডাল গ্রমের মৃত. এফাজ উদ্দীন সরকারের ছেলে বিষু সরকার গং চাঁপাডাল মৌজার উত্তরা আলুর কোল্ড স্টোরের পিছনে জমিতে টিন ও ধারায়ের বেড়া দিয়ে ৫টি ঘর নির্মাণ করে বসবাস করছিলো । সেই জায়গাটি দখল করার জন্য চাঁপাডাল গ্রামের প্রভাবশালী মৃত.ইদ্রস আলী সরকারের ছেলে আহসান হাবিব (শুকুর) এর পক্ষে প্রভাবিত হয়ে পাহাড়পুর ফাঁড়ির অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের নির্দেশে পাহাড়পুর ফাঁড়ির এসআই মাহাবুব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিয়ে ঐ অসহায় পরিবারগুলোকে মারধর করে ঘড়-বাড়ি ভেঙ্গে দিলে সেই সময় কয়েকজন ব্যক্তি ঐ দৃশ্যর ভিডিও করতে গেলে তাঁদের হুমকী দিয়ে মোবাইল বন্ধ করতে বলেন। পড়ে একজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। এবং বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় শুরু হয়।
চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের পাঁচজনকে সাজা
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় চাঁদাবাজি ও গণউপদ্রবের অভিযোগে তৃতীয় লিঙ্গের পাঁচজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার তাঁদের এ সাজা দেওয়া হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিত পাঁচজন হলেন বাবলি (২৪), অপু আক্তার (৩০), রিয়া চক্রবর্তী (১৮), কেয়া মনি (২৪) ও রানু মন্ডল (১৮)।
Friday, April 5
রাজধানীতে হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষ
রাজধানী ঢাকার কড়াইল বস্তি এলাকায় হিজড়াদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত দুজন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজন নাম, বিপাশা ও চুমপি।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের সময় কড়াইল বস্তির শ্রাবন্তি এবং মিরপুরের রাকিবের নির্দেশে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
Thursday, April 4
JMBF Secures Grant to Publish Groundbreaking LGBTQI+ Rights Report in Bangladesh 2022
In a significant stride towards amplifying LGBTQI+ rights advocacy, JusticeMakers Bangladesh in France (JMBF) has been awarded a grant from the Embassy of France in Dhaka, Bangladesh. The grant, received on April 1, 2024, is earmarked for the publication of the "Annual State of LGBTQI+ Rights in Bangladesh 2022" report.
This collaborative effort between JusticeMakers Bangladesh (JMBD) and JusticeMakers Bangladesh in France (JMBF) signifies a landmark initiative in documenting and addressing violations against LGBTQI+ individuals in Bangladesh. The report is poised to provide an exhaustive analysis of the challenges faced by the LGBTQI+ community, encompassing legal, social, and cultural dimensions throughout the year 2022.
Wednesday, April 3
বনানী এলাকায় হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষ
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে কালেকশন নিয়ে দ্বন্দ্বে হিজড়াদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। এ ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, বিপাশা আর চুমপি।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের সময় কড়াইলের জামাই বাজার এলাকায় শ্রাবন্তি এবং মিরপুরের রাকিবের নির্দেশে ঝুমা গ্রুপের উপর এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
এ ঘটনায় মামলা করতে চেয়ে একটি পক্ষ গভীর রাতে বনানী থানার সামনে অবস্থান করেছে। প্রথমে মামলা না নিলেও পরে মামলা দায়ের হয়। পুলিশ বলেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হামলার শিকার হিজড়ারা বলছে, জামাই বাজার এলাকার সিসি ক্যামেরা ফুটেজ দেখা হোক সেখানে প্রমাণ আছে আমাদের উপর হামলা হয়েছে। এছাড়া সেখানকার দোকানদারদের বক্তব্য নেওয়া হোক।
আহত বিপাশা আর চুমপি বলেন, ছুরি চাপাতি রামদা নিয়ে আমাদের উপর হামলা চালানো হয়। ছুরি দিয়ে আঘাত করে আমাদের জখম করা হয়েছে। জখমে সেলাই লেগেছে।
প্রতক্ষ্যদর্শীরা বলেন, কড়াইল বস্তিতে ইদানিং হিজড়ারা বেপরোয়া হয়ে উঠেছে। তারা কিছুদিন পর পর নিজেরা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগেও একবার এধরনের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়া উচিৎ।
সীমান্তে আবারও বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত
যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আহত দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত দুজন হলেন শফিকুল ইসলাম ওরফে ডালিম (৩২) ও পিয়াস বাবু (৩৫)। শফিকুল ইসলাম বেনাপোল বন্দর থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে এবং পিয়াস বাবু একই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
JMBF Condemns Brutal Murder of Transgender Reshma Khatun
JusticeMakers Bangladesh in France (JMBF) expresses deep concern over the brutal murder of Reshma Khatun (25), a third-gender individual, whose decomposed body was discovered in March 2024 in the Kagajpukur graveyard of Benapole Port Police Station in Jessore, Bangladesh.
The France-based rights organization calls for the swift identification and apprehension of those responsible for this heinous act through a prompt, impartial, and transparent investigation, followed by exemplary punishment after a fair trial.
Statement: JMBF Condemns Brutal Murder of Transgender Reshma Khatun, Calls for Swift Action and Legal Reforms
Paris, France; April 03, 2024: JusticeMakers Bangladesh in France (JMBF) expresses deep concern over the brutal murder of Reshma Khatun (25), a third-gender individual, whose decomposed body was discovered in March 2024 in the Kagajpukur graveyard of Benapole Port Police Station in Jessore, Bangladesh.
The France-based rights organization calls for the swift identification and apprehension of those responsible for this heinous act through a prompt, impartial, and transparent investigation, followed by exemplary punishment after a fair trial.
According to news published in various newspapers in Bangladesh, it has been learned that the police recovered the decomposed body of Reshma Khatun (25), a third gender individual, from the Kagajpukur graveyard of Benapole Port Police Station in Jessore.
Tuesday, April 2
JMBF President Engages in Productive Dialogue with France's Ambassador for LGBT Rights, Fostering Progress in Bangladesh
In a significant move towards advancing SOGIE rights in Bangladesh, JusticeMakers Bangladesh in France (JMBD) Founder President, Advocate Shahanur Islam, engaged in a fruitful dialogue with France's Ambassador for LGBT, Jean Marc Berthon, on April 2, 2024, at the ambassador's office.
Advocate Shahanur initiated the dialogue by shedding light on the current state of sexual minority rights in Bangladesh, particularly addressing prevalent misinformation campaigns targeting transgender individuals. One focal point of discussion was the concerning issue of transgender inclusion in school textbooks in Bangladesh, highlighting the urgent need for accurate representation and education on transgender issues.
অভিশপ্ত সমকামীদের প্রতিষ্ঠান আড়ং নিষিদ্ধ করতে হবে
ব্রাক ও তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আড়ং মুসলমানদের ঈমান আক্বিদা নষ্ট করার জন্য দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। ৯০% মুসলমানের দেশে এখন তারা প্রকাশ্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সমকামিতা বিস্তারে মাঠে নেমেছে। আড়ং পাঞ্জাবিতে সমকামিতার লোগো ছেপে পণ্য বিক্রির আড়ালে সমকামিতার প্রচার ও প্রসার চালাচ্ছে। আড়ং এদেশে ইহুদি নাসারাদের এজেন্ডা (সমকামিতা) আমদানি করছে। অভিশপ্ত সমকামিতার প্রতিষ্ঠান আড়ং নিষিদ্ধ করতে হবে। এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে আড়ং এর পাঞ্জাবির লোগোতে সমকামীদের চিহ্ন ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক পৃথক বিবৃতি বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ এসব কথা বলেন। নেতৃবৃন্দ আড়ং এর সকল প্রকার পণ্য বর্জনের জন্য ঈমানদার মুসলমানদের প্রতি উদাত্ত আহবান জানান।
Monday, April 1
বিএসএফ-এর গুলিতে আহত যুবক ঢামেকে চিকিৎসাধীন
সোমবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে গুলিবিদ্ধ আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
আলাল খান নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আলতাব হোসেন খানের ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই এমার খান বলেন, আলাল খান লেবারের কাজ করে। গত রাত দুইটার দিকে ভারত থেকে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা চিনি আনলোড করার সময় বিএসএফ-এর নজরে এলে তারা গুলি করে। এতে আমার ভাই মাথার উপরে ডান পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।
ময়মনসিংহে স্থাপিত হলো হিজড়া সম্প্রদায়ের প্রথম মসজিদ
ময়মনসিংহ নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর কালিবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ঘর পান ৪০জন তৃতীয় লিঙ্গের মানুষ। এদের প্রত্যেকেই মুসলমান। তারা এলাকার মসজিদে নামাজ পড়তে গেলে নানা বাধার সম্মুখীন হন। এই পরিস্থিতিতে, আলাদা একটি মসজিদ নির্মাণের কথা চিন্তা করেন তারা।
এমন ভাবনা থেকে ময়মনসিংহে প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্যোগে নির্মিত হয়েছে মসজিদ। এলাকায় কিছু আলোচনা-সমালোচনা আছে; তার পরও, এখন এই মসজিদে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে নিয়মিত নামাজ পড়ছেন এলাকার মুসল্লিরা।
Subscribe to:
Posts (Atom)