(প্রকাশিত ছবিগুলো ব্লগারের একান্ত নিজস্ব। এক্ষেত্রে কাপেং ফাউন্ডেশনের কোন সংশ্লিষ্টতা নেই)
EXECUTIVE SUMMARY
Despite strengthening solidarity and unity among indigenous peoples and civic groups of mainstream Bengali population with strong media support, the Indigenous Peoples in Bangladesh passed 2011 amidst numerous victims facing gross abuses of human rights without access to justice. The perpetrators, irrespective of state and non-state actors, enjoyed with full impunity. Land dispossession of the Indigenous Peoples and massive communal attack on them in order to occupy their land continues unabated. Constitutional recognition of Indigenous Peoples and implementation of CHT Accord of 1997 remain unfulfilled, due to continuous following of policy-neglect by the Government of Bangladesh.
I. Introduction
It is encouraging that the National Human Rights Commission (NHRC) adopted strategic planning for the promotion and protection of the rights of the indigenous peoples. However, the NHRC still lacks institutional capacity due to lack of government support and strong democratic processes.
The Government mentioned in the Sixth Five Year Plan (FY2011-FY2015) that it would consider implementing the UN Declaration on the Rights of Indigenous Peoples 2007 and ratify the ILO Convention 1969. The Sixth Five Year Plan also mentioned that an appropriate land policy will be formulated which can deal with land disputes involving indigenous peoples.
Indigenous Peoples raised their voice for adequate budgetary allocation to eliminate disparity and discrimination between them and the mainstream Bengali people. It is observed that about 2 per cent of the country’s population is indigenous peoples, but the allocation for them is below 0.5 per cent of the total budgetary allocation.
II. Identity of Indigenous Peoples
Ignoring strong demands of the indigenous peoples and civic groups of mainstream population of the country, the present Awami League-led government has denied the constitutional recognition of fundamental rights of indigenous peoples in the 15th amendment of the Constitution in 2011. Despite very specific demands, the government did not ensure constitutional recognition of CHT Accord of 1997 and acts and laws enacted as per the Accord, in that new constitutional reform. Parliamentary Caucus on Indigenous Peoples proposed to enact a “Bangladesh Indigenous Peoples’ Rights Act” and to set up a “National Commission on Indigenous Peoples” under an act to ensure the rights of indigenous communities on their ancestral lands. According to the Caucus, the existing laws are not adequate to ensure the rights of the indigenous peoples.
III. Land Rights and Land Dispossession
The major problem for all adivasis is land grabbing by influential people from the mainstream population. There are no adequate policies to protect the land of indigenous peoples. The traditional land rights of indigenous peoples are being ignored. The incidents of forcible land-grabbing by Bengali land grabbers and eviction of indigenous peoples from their ancestral land were also seen as common scenario in 2011.
In the year 2011 at least 111 houses of indigenous Jumma villagers were completely burnt to ashes in the CHT while 12 houses (6 houses each in the CHT and the plain lands) were looted and ransacked due to land-related communal conflicts. In addition, at least 146 Jumma families in the CHT were attacked by Bengali settlers while 19 indigenous families in the plain land were attacked. Besides, 21 indigenous persons including 1 from plain lands were assaulted while 3 indigenous persons (2 from CHT and 1 from plain lands) were brutally killed. On the other hand, at least 7,118 acre of land belonging to indigenous Jumma people were grabbed by Bengali settlers in the CHT in 2011. Several attempts have also been made to occupy Jumma’s land by the Bengali settlers.
IV. Main Human Rights Issues
The failure to thoroughly investigate human rights violations by Bengali settlers with the support of the law enforcement agencies in the CHT and by influential land grabbers and criminals with the support of local administration including police in the plain lands remained a matter of serious concern. The perpetrators, irrespective of state and non-state actors, acted with full impunity.
In 2011, 7 indigenous people, 3 from CHT and 4 from plain lands, were killed while 13 persons were arrested or detained. In addition, 30 indigenous persons, 29 victims are from CHT out of them, were tortured, harassed and threatened. At least 8 massive communal attacks were made upon Indigenous Peoples across the country. Of them, 4 attacks were made in the CHT. All the the communal attack in the CHT were committed by Bengali settlers and in these attacks security forces played either a passive role or collaborative role. At least 3 indigenous persons were killed in these communal attacks while 70 were injured. Besides, 137 houses of Indigenous Peoples were completely burnt to ashes while 47 houses were looted or ransacked.
Religious persecution on Indigenous Peoples also continued, particularly in the CHT. This includes destruction of Buddhist temple with the aim to occupy temple’s land, harassment of Buddhist monks, destruction of Buddha statues, prevention to construction and repairing of temple etc
.V. Women’s Rights
The biggest concern in rape and other violence against indigenous women is the lack of access to justice and absolute impunity that perpetrators enjoy. In 2011, 5 indigenous women, of them 3 from the CHT and 2 from the plain lands, were killed after rape while 11 indigenous women were raped. Except 1 woman from the plain lands, the rest of the raped women were from the CHT region. In addition, attempts to rape were made on 8 indigenous women including 1 from the plain lands while 5 women (4 from the CHT and 1 from the plain lands) were abducted. Almost all violence against indigenous Jumma women in the CHT have allegedly been committed by Bengali settlers. Only one incident of attempted rape was reported to have been allegedly committed by a security personnel.
VI. Education and Children
Deprivation of access to quality education is a major factor contributing to social marginalization, poverty and dispossession of Indigenous Peoples. With regard to the admission quota for indigenous students, there is no coherent policy and the entire issue is often embroiled in bureaucratic interventions. In some cases, it is totally dependent on the discretion of the authority of the concerned educational institutions. In regard to quota in government jobs, the recruitments in the last six BCS examinations (24th-29th) show a diminutive representation of indigenous community’s candidates. Studies show that merely 1%-2% of tribal quotas were fulfilled since the policy was adopted and unfortunately such vacant seats till the 27th BCS were filled by non-tribal candidates.
VII. Present State of Implementation of the CHT Accord
This year marks the passing of 14 years of signing of the CHT Accord. In the meantime, the present Awami League-led grand alliance which signed the Accord has already consumed 3 years of its tenure. But except for reconstitution of some committees and appointment to the some posts, the government has not taken any effective measures towards implementation of the Accord. Despite making it a priority commitment in the election manifesto and strong demands from the Jumma peoples and the civic society of the country, the government has not come up with a ‘Road Map’ with a time-frame to implement the 1997 CHT Accord. Hence, dissatisfaction and grievance has been mounting among the Jumma peoples and permanent Bengali residents in CHT over the years.
VIII. Recommendations
(1) To end all intimidation and harassment of Indigenous Peoples and to prosecute all those responsible for attacks and intimidation against Indigenous Peoples.
(2) To take all measures to fulfill Awami League’s election promises by fully implementing the CHT Accord with a declared time-frame for a road map and providing a forum for solving land disputes of Indigenous Peoples in CHT and plain lands.
(3) To implement ILO Convention No. 107 and ratify ILO Convention No. 169 concerning Indigenous and Tribal Peoples and relevant to the situation in Bangladesh.
(4) To recognize, more categorically, the collective and individual rights of Indigenous Peoples over land and natural resources, in accordance with international human rights standards and in congruence with their customs and traditions.
(5) To stop the systematic and forcible displacement of Indigenous Peoples from their ancestral lands and to develop legal mechanisms to save the illegal land dispossessions of Indigenous Peoples.
(6) To form a separate land commission for plain land Indigenous Peoples for restoration of dispossessed land.
(7) To stop communal violence and physical abuse against indigenous women and to conduct judicial inquiries into the communal violence and abuses against indigenous women.
(8) To implement 5% quota in government jobs and education institutes for Indigenous Peoples.
(9) To allocate adequate budget for Indigenous Peoples and to ensure full and effective participation of Indigenous Peoples in major decision-making processes in all development programmes.
(10) Amendment of the Constitution-
a) To incorporate the CHTRC Act 1998, and Rangamati, Khagrachari and Bandarban HDC Acts of 1998 (Amendment), which were enacted in congruence with the CHT Accord signed on 2 December 1997, in the First Schedule of the Constitution as ‘existing laws’;
b) To replace ‘tribes, small nationalities, ethnic groups, and communities’ with ‘Indigenous Peoples’ in ‘Article 23A’ of the 15th Amendment to the Constitution;
c) To enshrine the list of more than 54 different indigenous ethnic groups by adding a new schedule in the Constitution, and ensuring constitutional recognition of the Indigenous Peoples;
d) To remove the phrase - ‘…people of Bangladesh shall be known as Bengali as a nation and…’ from Article 6 of the 15th Amendment to the Constitution;
(11) The NHRC should investigate human rights violations against Indigenous Peoples. কাপেং ফাউন্ডেশন
বাংলাদেশের আদিবাসী জাতিগোষ্ঠী সংক্রান্ত মানবাধিকার প্রতিবেদন ২০১১
দেশের গণমাধ্যমের জোরালো সমর্থনসহ আদিবাসী জনগণের সাথে মূলধারার সুশীল সমাজের মধ্যে শক্তিশালী ঐক্য-সংহতি গড়ে উঠলেও বাংলাদেশের আদিবাসী জনগণ ২০১১ সাল অতিবাহিত করেছে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের শিকারের মধ্য দিয়ে; যেগুলোর তারা কোন সুবিচার পায়নি। রাষ্ট্রের সাথে যুক্ত বা রাষ্ট্রের সাথে যুক্ত নয় এমন সকল মানবাধিকার লঙ্ঘনকারী নির্বিশেষে বিচারের মুখোমুখী হয়নি। আদিবাসীদের ভূমি হারানো ও আদিবাসীদের ভূমি জবরদখলের উদ্দেশ্যে সাম্প্রদায়িক হামলা পূর্বের মতো অব্যাহতভাবে চলছে। বাংলাদেশ সরকার কর্তৃক আদিবাসী জনগণকে প্রান্তিকীকরণের অব্যাহত রাষ্ট্রীয় নীতির কারণে, আদিবাসীদের সাংবিধানিক ¯^xK…wZ ও ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন এখনো অর্জিত হতে পারেনি।
ভূমিকা
এটি খুবই উৎসাহব্যঞ্জক যে, জাতীয় মানবাধিকার কমিশন আদিবাসীদের উন্নয়ন এবং সুরক্ষার জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু সরকারের অসহযোগিতা এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে জাতীয় মানবাধিকার কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এখনো গড়ে উঠতে পারেনি।
ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১১-২০১৫) উল্লেখ করা হয়েছে যে, সরকার আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্র ২০০৭ বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন ১৬৯ Aby¯^v¶i করার বিষয়টি বিবেচনা করবে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আরো উল্লেখ করা হয়েছে যে, একটি যথাযথ ভূমি নীতি প্রণয়ন করা হবে যেখানে আদিবাসীদের ভূমি বিরোধগুলো নিষ্পত্তির বিধান করা হবে।
আদিবাসী জাতিগোষ্ঠী ও মূলধারা জনগণের মধ্যকার পার্থক্য ও বৈষম্য নির্মূলীকরণের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ দাবী তুলেছেন আদিবাসী জনগণ। এটি লক্ষ্যণীয় যে মোট জনসংখ্যার ২ শতাংশ আদিবাসী জনগণ হলেও মোট বরাদ্দকৃত অর্থের মাত্র ০.৫ শতাংশ তাদের জন্য বাজেট বরাদ্দ করা হয়।
আদিবাসীদের পরিচিতি
আদিবাসী জনগণ ও মূলধারার সুশীল সমাজের প্রবল দাবীকে উপেক্ষা করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের মৌলিক অধিকারের সাংবিধানিক ¯^xK…wZ‡K A¯^xKvi করেছে। সুনির্দিষ্ট দাবী সত্ত্বেও সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭ এবং চুক্তি অনুসারে প্রণীত আইনগুলোর সাংবিধানিক গ্যারান্টি নিশ্চিত করা হয়নি। আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস আদিবাসী জনগণের ভূমি অধিকারসহ আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিতকরণের জন্য ‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’ প্রণয়ন এবং ‘আদিবাসী বিষয়ক জাতীয় কমিশন’ গঠন করার প্রস্তাব করেছে। ককাসের মতে, বর্তমানে দেশে বিদ্যমান আইনগুলো আদিবাসীদের অধিকার রক্ষার্থে যথেষ্ট নয়।
ভূমি অধিকার এবং ভূমি হারানো
আদিবাসীদের জন্য প্রধান সমস্যা হল মূলধারার জনগোষ্ঠীর প্রভাবশালী লোকদের দ্বারা ভূমি জবরদখল। বাংলাদেশে আদিবাসীদের ভূমি রক্ষার্থে কোন পর্যাপ্ত নীতিমালা নেই। আদিবাসীদের প্রথাগত ভুমি অধিকার নানাভাবে উপেক্ষিত হচ্ছে। প্রভাবশালী ভূমিদস্যু কর্তৃক জোরপূর্বক ভূমি দখল এবং আদিবাসীদের চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ সাধন অন্যান্য বছরের মতো ২০১১ সালেও সাধারণ একটি বৈশিষ্ট্য ছিল।
২০১১ সালে ভূমি-সংক্রান্ত সামপ্রদায়িক সংঘাতের কারণে পার্বত্য চট্টগ্রামে অন্ততপক্ষে ১১১ ঘরবাড়ি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেয়া হয়েছে অপরদিকে ১২টি ঘরবাড়ি (পার্বত্য চট্টগ্রাম ও সমতল অঞ্চলে ৬টি করে) লুটপাট এবং তছনছ করা হয়েছে। উপরন্তু পার্বত্য চট্টগ্রামে কমপক্ষে ১৪৬ জুম্ম পরিবার এবং সমতল অঞ্চলে কমপক্ষে ১৯টি আদিবাসী পরিবার আক্রমনের শিকার হয়েছে। এছাড়া সমতল অঞ্চলের ১ জনসহ মোট ২১ জন আদিবাসীর উপর আক্রমণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে ২ জন ও সমতল অঞ্চলে ১ জন আদিবাসী নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। অন্যদিকে ২০১১ সালে কমপক্ষে ৭,১১৮ একর আদিবাসীদের ভূমি সেটেলার বাঙালী কর্তৃক বেদখল হয়েছে। অনেক জায়গায় সেটেলার বাঙালী কর্তৃক আদিবাসীদের ভূমি দখলের চেষ্টা করা হয়েছে।
মৌলিক মানবাধিকার
পার্বত্য চট্টগ্রামে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এবং সমতলে স্থানীয় প্রশাসনসহ পুলিশের সহযোগিতায় প্রভাবশালী ভূমিদস্যু এবং অপরাধীদের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তে ব্যর্থ হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়।
২০১১ সালে ৭ জন আদিবাসী ব্যক্তিকে (যাদের মধ্যে ৩ জন পার্বত্য চট্টগ্রাম এবং ৪ জন সমতল অঞ্চল থেকে) হত্যা করা হয়েছে, অপরদিকে ১৩ জন আদিবাসীকে গ্রেফতার বা অন্তরীণ করা হয়েছে। উপরন্তু সমতল অঞ্চলের ১ জনসহ মোট ৩০ জন আদিবাসীকে নির্যাতন, হয়রানি এবং হুমকি প্রদান করা হয়েছে। সারাদেশে আদিবাসীর উপর কমপক্ষে ৮টি সংঘবদ্ধ সাম্প্রদায়িক হামলা করা হয়েছে। তাদের মধ্যে ৪টি পার্বত্য চট্টগ্রামে ও ৪টি সমতল অঞ্চলে সংঘটিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সব সাম্প্রদায়িক হামলা সেটেলার বাঙালী কর্তৃক সংঘটিত হয়েছে এবং এসব হামলায় নিরাপত্তা বাহিনী হয় নীরব ভূমিকা নতুবা সহযোগী ভূমিকা পালন করেছে। এসব সংঘবদ্ধ সামপ্রদায়িক হামলায় কমপক্ষে ৩ জন আদিবাসী ব্যক্তিকে হত্যা করা হয়েছে; পক্ষান্তরে ৭০ জনের মতো আদিবাসীকে আহত করা হয়েছে। তাছাড়া আদিবাসীদের ১৩৭ টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেয়া হয়েছে এবং ৪৭টি ঘর লুঠপাট বা ভাংচুর করা হয়েছে।
আদিবাসীদের উপর বিশেষত পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় পরিহানি অব্যাহত রয়েছে। তন্মধ্যে মন্দিরের ভূমি দখলের জন্যে বৌদ্ধ মন্দির ভাংচুর, ভিক্ষুদের হয়রানি করা, মন্দির নির্মাণে বা মেরামত কাজে বাধা দান করা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।
নারী অধিকার
নারী অধিকারের ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আদিবাসী নারীর উপর ধর্ষণসহ তাদের বিরুদ্ধে মানববতা বিরোধী সহিংসতা এবং এতে অপরাধীকে বিচারের আওতায় না আনা। ২০১১ সালে ৫ জন আদিবাসী (যার মধ্যে ৩ জন পার্বত্য চট্টগ্রামের এবং ২ জন সমতলের) নারীকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে এবং ১১ জন নারীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার নারীদের মধ্যে সমতলের ২ জন আদিবাসী নারী ছাড়া বাকী সব নারী ছিল পার্বত্য চট্টগ্রামের। অধিকন্তু সমতলের ১জন নারীসহ ৮ জন নারীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে এবং ৫ জন (৪ জন পার্বত্য চট্টগ্রাম থেকে এবং ১ জন সমতল থেকে) নারীকে অপহরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সংঘটিত নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনাবলী অধিকাংশই ঘটানো হয়েছে সেটেলার বাঙালী কর্তৃক। শুধুমাত্র একজন আদিবাসী নারীকে নিরাপত্তা বাহিনী একজন সদস্য কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষা এবং শিশু অধিকার
আদিবাসীদের সামাজিক প্রান্তিকতা, দারিদ্রতা এবং উচ্ছেদ হওয়ার পেছনে প্রধান কারণগুলোর অন্যতম হলো গুণগত শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়া। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত কোটার ক্ষেত্রে এখনো সঙ্গতিপূর্ণ নীতিমালার অভাব রয়েছে এবং আমলাতান্ত্রিক হস্তক্ষেপের মধ্যে বিদ্যমান রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মর্জির উপর নির্ভরশীল। সরকারী চাকুরীর ক্ষেত্রে বিগত ৬টি ব্যাচের বিসিএস পরীক্ষায় (২৪তম-২৯তম) সংরক্ষিত কোটা থেকে কমসংখ্যক আদিবাসী প্রার্থী লক্ষ্য করা যায়। গবেষণায় দেখা যায়, আদিবাসীদের জন্য চাকুরী কোটা সংরক্ষণের পর থেকে বিসিএসের ২৭তম ব্যাচ পর্যন্ত বড়জোর ১% থেকে ২% কোটা পূরণ হয়েছে এবং অবশিষ্ট কোটা অ-আদিবাসী প্রার্থী দ্বারা পূরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের বর্তমান অবস্থা
এই বছরে পার্বত্য চুক্তির ১৪ বছর পূর্ণ হতে চলেছে। একই সাথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার, যে দল ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি ¯^v¶‡ii পর পুনরায় ক্ষমতায় এসেছে, সেই সরকারের মেয়াদ ইতিমধ্যে ৩ বছর অতিক্রান্ত হয়েছে। কতিপয় কমিটি পুনর্গঠন করা এবং কতিপয় পদে নিয়োগ দেয়া ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে এ সরকার কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার প্রদান এবং আদিবাসী ও দেশের সর্বস্তরের নাগরিক সমাজের পক্ষ থেকে জোরালো দাবি থাকলেও সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট সময়সীমা ভিত্তিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেনি। ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাঙালী অধিবাসী এবং জুম্ম জনগণের মধ্যে চরম অসন্তোষ এবং ক্ষোভ জন্ম দিয়েছে।
সুপারিশমালা
1. আদিবাসীদের বিরুদ্ধে সকল ধরনের নিপীড়ন এবং হয়রানি বন্ধ করা এবং আদিবাসীদের উপর হামলা ও নিপীড়নের সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা।
2. সময়সীমা ভিত্তিক রোডম্যাপ ঘোষণাসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানের জন্য কমিশন কার্যকরকরণের মধ্য দিয়ে আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনী ইশতেহার পূরিপূরণ করা।
3. আদিবাসী ও ট্রাইবাল জাতিগোষ্ঠী বিষয়ক আইএলও কনভেনশন নং ১০৭ বাস্তবায়ন করা এবং আইএলও কনভেনশন নং ১৬৯ Aby¯^v¶i করা।
4. আন্তর্জাতিক মানবাধিকার মানদন্ড এবং আদিবাসীদের প্রথা ও রীতিনীতির সাথে সংগতি রেখে ভূমি এবং প্রাকৃতিক সম্পদের উপর আদিবাসীদের সমষ্টিগত এবং ব্যক্তিগত অধিকার ¯^xK…wZ প্রদান করা।
5. আদিবাসীদেরকে তাদের চিরায়ত ভূমি থেকে ধারাবাহিক ও জোরপূর্বক উচ্ছেদ বন্ধ করা এবং আদিবাসীদের ভূমি হারানো বন্ধ করার জন্য আইনী ব্যবস্থা গড়ে তোলা।
6. সমতলের আদিবাসীদের বেহাত হওয়া ভূমি পুনরুদ্ধারের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা।
7. আদিবাসী নারীর বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতা ও শারিরীক হামলা বন্ধ করা এবং আদিবাসী নারীর বিরুদ্ধে সংঘটিত সকল সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পদক্ষেপ গ্রহণ করা।
8. আদিবাসীদের জন্য সংরক্ষিত ৫% সরকারী চাকরী কোটা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষিত কোটা যথাযথভাবে বাস্তবায়ন করা।
9. আদিবাসীদের জন্য পর্যান্ত বাজেট বরাদ্দ করা এবং সকল প্রকার উন্নয়ন কর্মসূচীতে আদিবাসীদের সিদ্ধান্ত-নির্ধারণী ভূমিকাসহ পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা।
10. সংবিধান সংশোধন সংক্রান্ত
(ক) ১৯৯৭ সালের ২ wW‡m¤^i ¯^v¶wiZ পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে প্রণীত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন-১৯৯৮ এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন-১৯৯৮ (সংশোধন) সংবিধানের প্রথম তফসিলে ‘কার্যকর আইন’ হিসেবে অন্তর্ভুক্ত করা।
(খ) সংবিধানের পঞ্চদশ সংশোধনীর “২৩ক” অনুচ্ছেদের “উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের” পরিবর্তে “আদিবাসী জাতিসমূহের” শব্দাবলী প্রতিস্থাপন করা।
(গ) সংবিধানে একটি নতুন তফসিল সংযোজনের মাধ্যমে ৫৪টির অধিক ভিন্ন ভাষাভাষি আদিবাসী জাতিসমূহের নামের তালিকা সন্নিবেশ করে তাদের সাংবিধানিক ¯^xK…wZ প্রদান করা।
(ঘ) সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ৬নং অনুচ্ছেদ হতে “জনগণ জাতি হিসাবে বাঙালী এবং” শব্দাবলী বাতিল করা।
11. জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক আদিবাসীদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী তদন্ত করা।
No comments:
Post a Comment