Thursday, January 12

আর্জেন্ট আপীলঃ ষড়যন্ত্রমূলক শিশু হত্যার মিথ্যে অভিযোগ থেকে ডাঃ মোঃ আবুল কালাম আজাদকে অবিলম্বে অব্যাহতি প্রদানপূর্বক প্রকৃত হত্যাকারীদের অতিসত্ত্বর গ্রেফতার করত সুষ্ঠ বিচার করা হোক।

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস্‌ (বিআইএইচআর), জাষ্টিসমেকার্স বাংলাদেশ ও গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি) এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন

জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্‌)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত বিআইএইচআর, জিএইচআরডি ও জাস্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার রক্ষন ও উন্নয়নে সদা নিয়োজিত

গত ২২ আগষ্ট ২০১১ ইং দিনাজপুর শহরের উপকন্ঠে অবস্থিত কাশীপুর ডাঙ্গাপাড়া নামক স্থানে ইট ঘেরা প্রচীরের মধ্যে একই জেলাধীন দীঘন মাদ্রাসা পাড়ার মো: মাহাতাব উদ্দীনের ছেলে মো: শাহীনুর রহমান, কাশীপুর গ্রামের মৃত: আব্দুর রহমানের পুত্র মো: আফসার আলী ও চিরির বন্দর থানার রানী বন্দর গ্রামের মো: আশরাফুল মিলে ঘটনাস্থলে ৫০০০ (পাঁচ হাজার) টাকা পোতা আছে বলে প্রলোভন দেখিয়ে একই জেলার কাশীপুর গ্রামের দরিদ্র রিকসা চালক মো: রশিদুল আলমের দ্বিতীয় পুত্র মো: নুর আলমকে অস্ত্রের আঘাতে হত্যা করে পানি ভর্তি চৌবাচ্চায় ফেলে দেয় এবং তার বড় ছেলে মো: নয়নকে ইটের দ্বারা আঘাত করে মারাত্বকভাবে আহত করে (ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ও একই ঘটনায় মারাত্বকভাবে আহত ভিক্টিমের বড় ভাই মো: নয়নের বক্তব্য অনুযায়ী)ঘটনাটি নিহতের বাবা-মাসহ এলাকার মানুষজন অবগত হলে উক্ত হত্যা ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত মো: শাহীনুর রহমানকে ঘটনাস্থলের আনুমানিক ৫০০ (পাঁচশত) গজ উত্তরে অবস্থিত ঢাকা মেডিকেল কলেজে সার্জারী বিভাগে উচ্চতর শিক্ষায় অধ্যায়নরত স্বাধীনতা চিকিৎসক পরিষদ দিনাজপুর জেলা শাখার কার্যকরী সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোশিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিলর ও দিনাজপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মোঃ আবুল কালাম আজাদের স্ত্রী মোছাম্মদ মালেকা বানু কর্তৃক একই জেলার কোতয়ালী থানাধীন মো: আতিকুর রহমানের ছেলে মো: মোকলেছুর রহমান (মুন্না) র নিকট মাসিক ১৫০০ (পনেরশত) টাকায় ১৫০ টাকার নন-জডিশিয়াল স্টাম্পের উপর সম্পাদিত লিখিত চুক্তি মোতাবেক প্রদত্ত আধা-পাকা ভাড়া বাড়ীতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেইতোমধ্যে এলাকার কতিপয় ষড়যন্ত্রও দুষ্কৃতিকারী প্রতিহিংসাপ্রসুত হত্যা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ও ব্যক্তি ¯স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে উক্ত বাড়ীতে উদ্দেশ্যমূলকভাবে আক্রমন, অগ্নি সংযোগ ও লুঠপাট করে বাড়িটি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়পরবর্তীতে ষড়যন্ত্রকারী ও দুষ্কৃতিকারীরা তাদের কৃত অপরাধমূলক অবৈধ ও শাস্তিমূলক কাজের জন্য শাস্তির হাত থেকে নিজেদের বাচাঁনোর লক্ষ্যে এবং ডা: আজাদকে জেলে পুরে উক্ত বাড়ীসহ পার্শবর্তী ৫ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে (ঘটনা পূর্ববর্তী সময়ে কতিপয় প্রভাবশালী দুষ্কৃতিকারী ঐ বাড়ী ও পার্শবর্তী জমি জোড়পূর্বক দখলের চেষ্ঠা করে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ব্যর্থ হয়েছে এবং ঘটনা পরবর্তীতে আদালতের নিশেধাজ্ঞা থাকা সত্তেও পার্শবর্তী জমিটি জোড়পুবক দখল করে নিয়েছে) নিহত শিশুর দরিদ্র অশিক্ষিত রিকসা চালক বাবাকে ভুল বুঝিয়ে ঘটনাটির একমাত্র প্রত্যক্ষদর্শী ও আহত ছেলে মো: নয়ন এর বরাত দিয়ে ডা: মোঃ আবুল কালাম আজাদকে জড়িত করে ৪ (চার) জনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং ডা: আজাদকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে ও তাদের    দ্বারা কৃত অপরাধমূলক লুঠপাট, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় স্থানীয় থানা পুলিশ কোন মামলা গ্রহণ করবে না দাবীতে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, ভাংচুর ও বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি করলে স্থানীয় প্রশাসন ষড়যন্ত্রকারী ও বিশৃংখলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে আইন শৃংখলা রক্ষার অজুহাতে তাদের সকল দাবী মেনে নিয়ে ডা: মোঃ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে গত ২ আগস্ট ২০১১ ইং তারিখে জেল হাজতে প্রেরন করে। বিনাদোষে দীর্ঘ চার মাস হাজতবাসের পর গত ১৯ ডিসেম্বর ২০১১ তারিখে ডাঃ আজাদ জামিনে মুক্তি পান। বিষয়টি মানবাধিকারের মারাত্বক লংঘন বিধায় বিআইএইচআর, জিএইচআরডি এবং জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে ঘটনাটি সরেজমিনে তথ্যানুসন্ধান করেন এবং সংযুক্ত তথ্যগুলো সংগ্রহ করেন। ভিডিও বক্তব্যসহ তথ্যানুসন্ধান প্রতিবেদন পড়ার জন্য এখানে ক্লিক করুন।

বিষয়টি মানবাধিকারের লংঘন ও আপনার মাধ্যমে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে বিআইএইচআর , জিএইচআরডি ও জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করেন

এমতাবস্থায়, বিআইএইচআর্‌, জিএইচআরডি এবং জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছেকেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্বপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি  নিম্ন ঠিকানায় প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস্‌ (বিআইএইচআর), ও গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি)  এবং জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে


গভীর আন্তরিকতার সাথে-











ডভোকেট শাহানূর ইসলাম সৈকত
নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস্‌, ঢাকা
কান্ট্রি অবজারভার-বাংলাদেশ, গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স, নেদারল্যান্ডস    
প্রতিষ্ঠাতা মহাসচিব, জাষ্টিসমেকার্স বাংলাদেশ, ঢাকা
মোবাইল ফোনঃ ০১৭২০৩০৮০৮০, 01554604160

সদয় অবগতির জন্য প্রেরিত হলোঃ
 ১। মহামান্য রাষ্ট্রপতি গণ প্রজাতন্ত্রী বাংলাদশে সরকার , বঙ্গভবন, মতঝিলি, ঢাকা।

২। মাননীয় প্রধানমন্ত্রী, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।

৩। প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম র্কোট, সুপ্রীম র্কোট ভবন, রমনা, ঢাকা ।

৪। চয়োরম্যান, জাতীয় মানবাধকিার কমশিন, গুলফশো প্লাজা, মগবাজার, ঢাকা।

৫। মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

৬। মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

৭। সভাপতি/মহাসচবি, বাংলাদশে মডেকিলে এশোসয়িশেন, বিএমএ ভবন, সেগুনবাগচিা, ঢাকা।

৮। মাননীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

৯। মহা পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেড কোয়ার্টার, ফুলবাড়িয়া, ঢাকা।

১০। ডিআইজি(রাজশাহী রঞ্জে), ডিআইজি পুলিশের কার্যালয়, রাজশাহী।

১১। জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজের কার্যালয, দিনাজপুর জেলা,
দিনাজপুর
 
১২। জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়,
দিনাজপুর জেলা, দিনাজপুর

১৩। পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়,
দিনাজপুর জেলা, দিনাজপুর

১৪। ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতযালী থানা, দিনাজপুর

১৫। সভাপত/মহাসচিব, বিএমএ, দিনাজপুর

১৬। সভাপতি/সাধারন সম্পাদক, প্রেস ক্লাব, দিনাজপুর

১৭। ভিক্টিমের পরিবার।

No comments:

Post a Comment