Wednesday, January 4

আর্জেন্ট আপীলঃ সংসদ সদস্য কর্তৃক নারী সাংবাদিকে শারীরিক নির্যাতনের বিষয়টি যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন প্রসংগে।


স্মারক নং- জেএমবিডি /ইউএ/২০১২/০১-১                                                        তারিখঃ জানুয়ারী ০৪, ২০১২

বরাবর,
অধ্যাপক মিজানুর রহমান
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেশা টাওয়ার, মগবাজার
ঢাকা
Email: nhrc.bd@gmail.com

বিষয়ঃ সংসদ সদস্য কর্তৃক নারী সাংবাদিকে শারীরিক নির্যাতনের বিষয়টি যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন প্রসংগে

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন

জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত

গতকাল ০৩ জানুয়ারী ২০১২ ইং তারিখে বিডি নিউজ ২৪ ওয়েবসাইটে প্রকাশিত সাবাদিক পেটানোর অভিযোগ কামাল মজুমদারের বিরুদ্ধে শীর্ষক সংবাদ থেকে জানা যায় যে, ছাত্র ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের খবর পেয়ে বেসরকারী টিভি চ্যানেল আরটিভির সাংবাদিক অপর্না সিংহ গতকাল সকালে রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর স্কুলে যান। সাংবাদিক অপর্না সিংহ অতিরিক্ত ফি আদায়ের আদায়ের বিষয়ে উক্ত স্কুলের ম্যানেজিং বডির চেয়ারম্যান ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের দৃস্টি আকর্ষন করলে তিনি সাংবাদিক অপর্না সিংহকে ধাক্কা দেন। এসময় তিনি উক্ত সাংবাদিককে অকথ্য ভাষায় গালি গালাজ করেন ও শারীরিকভাবে নির্যাতন করে বলে জানা যায়। ঘটনাটি মানবাধিকারের লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে

এমতাবস্থায়, জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছেকেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্বপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে

গভীর আন্তরিকতার সাথে-


এড. শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান); এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক
জাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাঃ ০১৭২০৩০৮০৮০, ০১৫৫৪৬০৪১৬০

সংযুক্তিঃ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের কপি

No comments:

Post a Comment