Saturday, January 14

আর্জেন্ট আপীলঃ ঘুষের দাবীতে থানা হেফাজতে নির্যাতিত এক হাজতীর চিকিৎসা অবহেলায় মৃত্যুর বিষয়টি যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।

মহোদয়,

মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন

জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত। 
নওগাঁয় হাজতীর মৃত্যু শীর্ষক খবর গত ২৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখে দৈনিক করতোয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টির গুরুত্ত্ব অনুধাবন করে মানবাধিকার প্রতিষ্টান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্টাতা মহাসচিব, গ্লোবাল হিঊম্যান রাইটস ডিফেন্স, নেদারল্যান্ডস এর কান্ট্রি অবজারভার ও মাসিক দোয়েল এর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহানুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান দল গত ২৫ থেকে ২৯ শে ডিসেম্বর ২০১১ ইং তারিখ পর্যন্ত ঘট্নাটি সরেজমিন তথ্যানুসন্ধান করেন। এসময় তথ্যানুসন্ধানদল ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার প্রত্যক্ষদর্শী, ভিক্টিমের স্ত্রী, স্থানীয় জনতা, চিকিৎসক, স্থানীয় প্রশাসন, অভিযুক্ত ব্যাক্তিসহ ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ এবং ঘট্না সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, পত্রিকায় প্রকাশিত খবর ও বিশেষজ্ঞ মতামত সংগ্রহপূর্বক বিশ্লেষন করেন।

জাস্টিসমেকার্স বাংলাদেশ প্রথম মানবাধিকার সংগঠন যারা ঘটনাটি সরেজমিনে তথ্যানুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন প্রকাশ করেন তথ্যানুসন্ধান কালে সাদা পোশাকের লোক সর্বদা তথ্যানুসন্ধান দলকে অনুসরন করতে থাকে তথ্যানুসন্ধানকালে ঘুষ গ্রহনে অভিযুক্ত নওগাঁ জেলাধীন বদলগাছি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক রবিউল ইলামের সহযোগী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম মটর সাইকেলের তেল, চা ও সিগারেট কেনার জন্য আসামীর কাছ থেকে পুলিশ অফিসারের টাকা নেওয়ার অধিকার আছে ও দোষের কিছু নেই বলে তথ্যানুসন্ধান দলকে উদ্ধতভাবে জানান। এসময় তিনি তথ্যানুসন্ধান দলের প্রধান এডভোকেট শাহানুর ইসলামকে এই ঘটনা নিয়ে বাড়া-বাড়ি না করার জন্য হুশিয়ারী প্রদান করেন এবং বাড়া-বাড়ি করলে ভবিষ্যতে বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হবে বলে তাঁকে হুমকি প্রদান করেন।তথ্যানুসন্ধান প্রতিবেদন (বাংলা); Fact Finding Report English

বিষয়টি মানবাধিকারের চরম লংঘন বিধায় এবং যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে

এমতাবস্থায়, জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছেকেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্বপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে

গভীর আন্তরিকতার সাথে-




এড. শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান); এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক
জাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাঃ ০১৭২০৩০৮০৮০, ০১৫৫৪৬০৪১৬০

সংযুক্তিঃ তথ্যানুসন্ধান  প্রতিবেদন

সদয় অবগতির জন্য প্রেরিত হলোঃ
 ১। মহামান্য রাষ্ট্রপতি গণ প্রজাতন্ত্রী বাংলাদশে সরকার , বঙ্গভবন, মতঝিলি, ঢাকা।

২। মাননীয় প্রধানমন্ত্রী, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।

৩। প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম র্কোট, সুপ্রীম র্কোট ভবন, রমনা, ঢাকা ।

৪। চয়োরম্যান, জাতীয় মানবাধকিার কমশিন, গুলফশো প্লাজা, মগবাজার, ঢাকা।

৫। মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

৬। মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।

৭। মাননীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।
৮। চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, সেগুন বাগিচা, ঢাকা।

৯। মহা পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেড কোয়ার্টার, ফুলবাড়িয়া, ঢাকা।

১০। ডিআইজি(রাজশাহী রঞ্জে), ডিআইজি পুলিশের কার্যালয়, রাজশাহী।

১১। জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজের কার্যালয,
নওগাঁ জেলা, নওগাঁ
 
১২। জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়,
নওগাঁ জেলা, নওগাঁ

১৩। পুলিশ সুপার, পুলিশ সুপারের কার্যালয়,
নওগাঁ জেলা, নওগাঁ

১৪। ভারপ্রাপ্ত কর্মকর্তা, বদলগাছি থানা,
নওগাঁ

১৫। সভাপতি/সাধারন সম্পাদক, প্রেস ক্লাব, নওগাঁ

১৬। ভিক্টিমের পরিবার।

No comments:

Post a Comment