Tuesday, May 17

১৭ মে সমকামীতাভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস, ২০২২ উপলক্ষে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ এর যৌথ বিবৃতি

 যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদান পুর্দবক দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলোপ করে তাদের সুরক্ষা প্রদান আইন প্রনয়ন করা হোক। 

 


যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী সম্প্রদায় অর্থাৎ লেজবিয়ান,গে,বাইসেক্সুয়াল এবং ট্রানজেণ্ডার ব্যক্তি সমাজের আর দশজন ব্যক্তির চেয়ে আলাদা কেউ না হলেও বিশ্বের অধিকাংশ সমাজে তাদের সবসময় আলাদা করে নিচু দৃষ্টিতে দেখা হয়ে থাকে। 

 

ফলে তাদের সমাজে গ্রহণযোগ্যতা,সমমর্যাদা ও আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।

 

শুধুমাত্র যৌন প্রবৃত্তি ও লিঙ্গ পরিচয়ের কারণে মানবাধিকার লংঘনের ঘটনা সারা বিশ্বে আজ গুরুত্বর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

 

বিশ্বের অন্যান্য অঞ্চলের ন্যায় বাংলাদেশে বসবাসরত সমকামী ব্যক্তিরা শুধুমাত্র যৌন প্রবৃত্তি (সেক্সুয়াল ওরিয়েন্টেশন) ও লিঙ্গ পরিচয় (জেন্ডার আইডেন্টিটি)র কারনে সহিংসতা ও বৈষম্যের শিকার হয়ে চলেছে।

 

যদি বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় সকল নাগরিকের জন্য আইনের শাসন,মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক,অর্থনৈতিক ও সামাজিক সাম্য,স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

 

একই সাথে সংবিধানের ২৭ অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হিসেবে স্পষ্টভাবে ঘোষনা করে সকল প্রকার বৈষম্য নিষিদ্ধ করেছে।

 

এমনকি সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র সকল ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমসুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে ঘোষণা করেছে। 

 

এতদ্বসত্ত্বেও বাংলাদেশে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী ব্যক্তি শুধুমাত্র যৌন প্রবৃত্তি ও লিঙ্গ পরিচয়ের কারণে হত্যা,নির্যাতন ও দুর্ব্যবহার,যৌন নির্যাতন ও ধর্ষন,গোপনীয়তায় হস্তক্ষেপ,স্বেচ্ছাচারীতামূলক আটক,চাকুরী ও শিক্ষাক্ষেত্রে বৈষম্যসহ অন্যান্য মানবাধিকার লংঘনের শিকার হচ্ছে।

 

ব্রিটিশ আমলে প্রনীত বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৭ ধারায় আজো সমকামীতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গন্য করা হয়। ফলে সমকামী ব্যক্তি সমাজের সাথে সাথে রাষ্ট্রীয় ভাবেও নীপড়নের শিকার হচ্ছে। 

 

আজ ১৭ মে ২০২২,সমকামীতাভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও সংখ্যালঘু সমকামী সম্প্রদায় এনং সংঘটন ঘরোয়াভাবে দিবসটি উদযাপন করছে।

 

সমকামীতাভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ  যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদান পুর্দবক দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলোপ করে তাদের সুরক্ষা প্রদানের আইন প্রনয়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোড় দাবি জানাচ্ছে। 

No comments:

Post a Comment