Wednesday, March 23

প্রেস বিজ্ঞপ্তি :যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীর পরিচয় সংবাদ মাধ্যমে প্রকাশ করায় বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।


সমকামী ভালবাসার টানে নোয়াখালীর এক কিশোরী তার প্রেমিকার সহিত টাংগাইলে মিলিত হওয়ার ঘটনায় সংবাদ মাধ্যমে যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু লেসবিয়ান কিশোরীদ্বয়ের পরিচয় প্রকাশ করায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


একই সাথে যৌনসংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীদ্বয়ের ভালবাসার প্রতি সম্মান জানিয়ে তাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।



বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর ধরে চলে এই প্রেম। প্রেমের টানে দূরপথ পেরিয়ে আবারো একত্র হয়েছে এই দুই কিশোরী। গত ২১ মার্চ ২০২২ (সোমবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এ ঘটনা ঘটে। প্রেমের টানে নোয়াখালী সদর উপজেলার এক কিশোরী মেয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া আর এক কিশোরী মেয়ের কাছে ছুটে আসে।



স্থানীয়রা জানান, তাদের মধ্যে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। সেই থেকেই ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ হয়। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে তারা প্রায় দুই মাস আগে ঢাকার সাভারে এক আত্মীয়ের বাসায় রাত্রীযাপন করে।



এরপর সেখান থেকে আনোয়ার নামের এক ব্যক্তির সাথে তারা সিরাজগঞ্জের চৌহালী গিয়ে রাত কাটায়। সেখানে স্থানীয়দের এই দুই কিশোরীর আচরণ সন্দেহজনক হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দুই পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেয়া হয়।



সর্বশেষ ২০ মার্চ ২০২২ (রবিবার) সন্ধ্যায় নোয়াখালীর কিশোরী টাঙ্গাইল শহরে আসলে অপর কিশোরী তাকে তার বাড়িতে নিয়ে যায়। ওই রাতেই তাদের অযৌক্তিক সিদ্ধান্তের বিষয়টি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। তাদের দেখতে দলে দলে লোকজন গিয়ে ওই বাড়িতে ভিড় জমায়। এই দুই কিশোরী সংসার করার সিদ্ধান্তও নিয়েছে।



জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বিআইএইচআর এর মহাসচিব প্রখ্যাত মানবাধিকার আইনজীবী ও সমকামী অধিকার কর্মী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত উক্ত যৌন সংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীদ্বয়ের সমকামী ভালবাসা ও একসাথে থাকার সিদ্ধান্তকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করে তাদের পূর্ণ নিরাপত্তা প্রদানের আহবান জানিয়েছে।



পাশাপাশি সমকামিতার কারণে কিশোরীদ্বয় যেন পরিবার, সমাজ বা রাষ্ট্রের তরফ থেকে কোন প্রকার বৈষম্য বা সহিংসতার শিকার না হোন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানিয়েছেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম।

No comments:

Post a Comment