Monday, March 14

মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে মানবাধিকার আইনজীবী শাহানূর ইসলামের লুক্সেমবার্গ গমন।


লুক্সেমবার্গ পররাষ্ট্র ও ইউরোপিয়ান বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রনে মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে যোগদানের উদ্দেশ্যে মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম আজ  লুক্সেমবার্গ গমন করেন।

 

এশিয়া ইউরোপ ফাউণ্ডেশন, সিঙ্গাপুর, সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনীত রাউল ওয়ালেংবার্গ ইন্সটিউট, সুইডেন,পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়, ফ্রান্স, পররাষ্ট্র বিষয়ক বিভাগ, ফিলিপাইন, পররাষ্ট্র বিষয়ক বিভাগ, সুইজারল্যান্ড এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, চীন এর সহযোগীতায় সেমিনারটি আয়োজন করছে লুক্সেমবার্গ পররাষ্ট্র ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়।

 

আগামী ১৬ থেকে ১৮ মার্চ ২০২২ পর্যন্ত ইউরোপিয়ান কনভেনশান সেন্টার, লুক্সেমবার্গে অনুষ্টিত সেমিনারে এশিয়া ও ইউরোপ মহাদেশের ৫১টি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধি,একাডেমিয়া ও নাগরিক সমাজের সদস্য অংশগ্রহণ করবে।

 

উক্ত সেমিনারে শাহানূর ইসলাম আগামী ১৭ মার্চ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মানবাধিকার সংরক্ষন, প্রতিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক ওয়ার্কিং গ্রুপে সুচিন্তিত বক্তব্য প্রদান করবেন।  

 

সেমিনারের অংশ হিসেবে অ্যাডভোকেট শাহানূর ইসলাম আগামী ১৬ মার্চ ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস অফ দ্যা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ১৭ মার্চ ইউরোপিয়ান ক্যাপিটাল অব ক্যালচার ২০২২ পরিদর্শন করবেন।

 

সেমিনার শেষে আগামী ২০ মার্চ অ্যাডভোকেট শাহানূর ইসলাম দেশে ফিরবেন।

No comments:

Post a Comment