Monday, February 13

পুলিশের হাতে তাজঊদ্দীনের নাতি নির্যাতিত হওয়ার ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হক

গত ১০  ফেব্রুয়ারী, ২০১২ ইং তারিখ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বন্ধু হিমেলকে নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীনের নাতি রাকিব হোসেন গুলশানে একটি খাবারের দোকানের সামনে গাড়ি পার্ক করছিলএ সময় মোটরসাইকেলে আসা দুই পুলিশ সদস্য তাকে ডাক দিয়ে বলেন, “এই, তুই এদিকে আয়  কেন তাকে তুই বলছেন তা তিনি ভদ্রভাবে জানতে চাইলে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে উঠেন। কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পুলিশ সদস্য তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এসময় টহল দলের পাঁচ-ছয়জন পুলিশ রাকিবকে মাটিতে শুইয়ে পেটাতে থাকেনবুট দিয়ে তার বুকে লাথি মারেশটগান দিয়ে তাকে আঘাত করেকিছুক্ষণ মারধরের পর তাকে চ্যাংদোলা করে গাড়িতে তুলে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ

স্মারক নং- জেএমবিডি/ইউএ/২০১২//-১২                                                          ১২ ফেব্রুয়ারী, ২০১ ইং

বরাবর,
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
গুলফেঁশা প্লাজা, ,শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক
মগবাজার, ঢাকা-১২১৭।

বিষয়ঃ পুলিশের হাতে তাজদ্দীনের নাতি নির্যাতিত হওয়ার ঘটনাটি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন প্রসংগে।

মহোদয়,
মানবাধিকার প্রতিষ্ঠান জাষ্টিসমেকার্স বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করুন।

জাতিসংঘ কর্তৃক গৃহীত আন্তর্জাতিক মানবাধিকার সনদ (বিল অব রাইটস্)-এর আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত জাষ্টিসমেকার্স বাংলাদেশ -এর প্রতিষ্ঠালগ্ন থেকে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সদা নিয়োজিত।

আজ ফেব্রুয়ারী, ২০১২ ইং তারিখে দৈনিক  প্রথম আলো পত্রিকায় প্রকাশিত তাজউদ্দীনের নাতিকে পেটাল পুলিশ শীর্ষক সংবাদ থেকে জানা যা যে, গত ১০  ফেব্রুয়ারী, ২০১২ ইং তারিখ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বন্ধু হিমেলকে নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীনের নাতি রাকিব হোসেন গুলশানে একটি খাবারের দোকানের সামনে গাড়ি পার্ক করছিলএ সময় মোটরসাইকেলে আসা দুই পুলিশ সদস্য তাকে ডাক দিয়ে বলেন, “এই, তুই এদিকে আয়  কেন তাকে তুই বলছেন তা তিনি ভদ্রভাবে জানতে চাইলে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে উঠেন। কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পুলিশ সদস্য তাকে কিল-ঘুষি মারতে থাকেন। এসময় টহল দলের পাঁচ-ছয়জন পুলিশ রাকিবকে মাটিতে শুইয়ে পেটাতে থাকেনবুট দিয়ে তার বুকে লাথি মারেশটগান দিয়ে তাকে আঘাত করেকিছুক্ষণ মারধরের পর তাকে চ্যাংদোলা করে গাড়িতে তুলে গুলশান থানায় নিয়ে যায় পুলিশঘটনাটি মানবাধিকারের লংঘন ও যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা আবশ্যক বলে জাষ্টিসমেকার্স বাংলাদেশ মনে করে।

এমতাবস্থায়, জাষ্টিসমেকার্স বাংলাদেশ মানবাধিকার সংরক্ষন ও উন্নয়নকল্পে সংশ্লিষ্ট বিষয়টির উপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে । কেননা, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ব।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানবাধিকার প্রতিষ্ঠান হিসেবে জাষ্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে সংশ্লিষ্ট বিষয়টির যথাযথ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনা করতে বিশেষ আগ্রহী।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনপূর্বক সিদ্ধান্তের একটি অনুলিপি জাষ্টিসমেকার্স বাংলাদেশ বরাবর প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

জাষ্টিসমেকার্স বাংলাদেশ আপনার সার্বিক সাফল্য কামনা করছে।
 
গভীর আন্তরিকতার সাথে-

 এডভোকেট শাহানূর ইসলাম সৈকত
এলএল-বি (সম্মান); এলএল-এম (আইন ও বিচার)
প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক, জাষ্টিসমেকার্স বাংলাদেশ
মোবাবাইলঃ +৮৮ ০১৭ ২০৩০৮০৮০, +৮৮ ০১৫ ৫৪৬০৪১৬০
ইমেইলঃ saikotbihr@gmail.com, shahanur@justicemakersbd.org, ceo@ justicemakersbd.org
www.shahanur.blogspot.com, www. justicemakersbd.blogsot.com, www.justicemakersbd.org 

সংযুক্তিঃ  http://www.prothom-alo.com/detail/date/2012-02-12/news/223987

No comments:

Post a Comment