সমকামী ভালবাসার টানে নোয়াখালীর এক কিশোরী তার প্রেমিকার সহিত টাংগাইলে মিলিত হওয়ার ঘটনায় সংবাদ মাধ্যমে যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু লেসবিয়ান কিশোরীদ্বয়ের পরিচয় প্রকাশ করায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বি আই এইচ আর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
একই সাথে যৌনসংখ্যালঘু সমকামী লেসবিয়ান কিশোরীদ্বয়ের ভালবাসার প্রতি সম্মান জানিয়ে তাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর ধরে চলে এই প্রেম। প্রেমের টানে দূরপথ পেরিয়ে আবারো একত্র হয়েছে এই দুই কিশোরী। গত ২১ মার্চ ২০২২ (সোমবার) টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এ ঘটনা ঘটে। প্রেমের টানে নোয়াখালী সদর উপজেলার এক কিশোরী মেয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া আর এক কিশোরী মেয়ের কাছে ছুটে আসে।