আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স(জিএইচআরডি), দি হেগ, নেদারল্যান্দডস এর আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু মানবাধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের উদ্দশ্যে বিশিষ্ট্য মানবাধিকার আইনজীবী ও জাস্টিসমেকার্স বাংলাদেশ এর মহাচিব ও নির্বাহী পরিচালক এডভোকেট শাহানুর ইসলাম আজ রাতে ঢাকা ত্যাগ করেন । এমিরাটস এয়ার লাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে ৮.৫০ মিনিটে তিনি ব্রাসেলস এর পথে রওনা দেন । গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স(জিএইচআরডি)এর আয়োজনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেল এ অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্টে আগামী ৮ ডিসেম্বর সংখ্যালঘু বিষয়ক এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্টিত হবে । হিউম্যান রাইটস ওয়াচ এর উপদষ্টা পরিষদর সদস্য বিশিষ্ট্য সাংবাদিক ও কলামিষ্ট অধ্যাপক জেন পল মারথোজ এর মডারেশনে ও ইউরোপিয়ান পার্লামেন্টের সুইডিশ লেবার পার্টির সদস্য সিসিলিয়া উইকস্ট্রোম এর সভাপতিত্বে অনুষ্টিব্য এই কনফারেন্স এডভোকেট ইসলাম বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক বক্তব্য প্রদান করবেন ।এছাড়া বাংলাদেশের বিশিষ্ট্য নারীবাদী লেখিকা তছলিমা নাছরিন এই কনফারেন্সে উপস্থিতথেকে তাঁর মুল্যবান বক্তব্য প্রদান করবেন । এ সময় এডভোকেট ইসলাম ইউরোপি্যান পার্লামেন্টের পররাষ্ট্র ও মানবধিকার বিষয়ক কমিটি এবং দক্ষিণ এশিয়া বিষয়ক ডেলি ডেলিগেশনের সদস্য মিঃ রিচারড হাউট এর সংগে বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক দ্বি-পাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন ।বিস্তারিত জানতেঃ http://ghrd.org/pagina.asp?ID=4030
উপরোল্লেখিত কনফারেন্সে যোগদান ছাড়াও এডভোকেট ইসলাম আগামী ৭ ডিসেম্বর নেদারল্যান্সের ডাচ পার্লামেন্ট এর পররাষ্ট্র বিষয়ক কমিটির সংগে বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন । এছাড়া তিনি আগামী ১০ ডিসেম্বর জার্মানির বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশিল সমাজের প্রতিনিধির সাথে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন ।অতপর, তিনি ১১ ডিসেম্বর সাংবাদিকদের অধিকার রক্ষায় কর্মরত পারিস ভিত্তিক আন্তর্জাতিক সংঠন রিপোটারস উইদাউট বর্ডার এর সংগে সংবাদপত্রের স্বাধীনতা সংক্রান্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন । অবশেষে আগামী ১২ ডিসেম্বর আইনজীবীদের অধিকার ও নিরাত্তা নিয়ে কর্মরত ইউরোপ ভিত্তিক মানবাধিকার সংঠন ইন্টারন্যাশনাল অবজারভেটরি ফর লইয়ার এর সাথে ও ১৩ ডিসেম্বর পারিসের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশিল সমাজের প্রতিনিধির সাথে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে সেদিন রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন ।
No comments:
Post a Comment