Pages

Friday, September 15

রক্তমাখা বেডশিটে মোড়া তরুণীর লাশটি পড়ে ছিল সড়কে

কম্বল বেডশিটে মোড়া, সড়কেই পড়েছিল আদিবাসীর তরুণীর লাশ। চট্টগ্রামের পটিয়া থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের মুটুকনাইট বাজারের পাশের সড়কে বেডশিট ও কম্বল মোড়ানো অবস্থায় তরুণীর লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত তরুণীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আদিবাসী এ তরুণীর লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে আমরা অনুসন্ধানে কাজ করছি। ময়নাতদন্তের রির্পোট হাতে আসার পর তার মৃত্যুর আসল কারণ বলা যাবে।

No comments:

Post a Comment