Pages

Monday, February 20

বই আনতে গিয়ে বলাৎকারের শিকার

প্র
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল আরিফ বলেন, প্রাথমিক পর্যেবক্ষণে মনে হয়েছে শিশুটির শারীরিক পরীক্ষা করানো দরকার। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী এক সহপাঠীর কাছ থেকে বই আনতে গিয়ে বলাৎকারের শিকার হয়েছে দশ বছরের এক শিশু।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর মায়ের ভাষ্য , রোববার বিকেলে প্রতিবেশী এক সহপাঠীর কাছে গণিত বই আনতে যায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুটি। সে সময় ওই সহপাঠীর বাবা জাহাঙ্গীর তার ওপর শারীরিক নির্যাতন চালান । পরে বাড়ি ফিরে ভুক্তভোগী তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি তিনি প্রথমে গোপন রাখতে চাইলেও শিশুটি অসুস্থ হয়ে পড়লে তা স্থানীয়দের জানানো হয় । ভুক্তভোগীর বাবা সৌদি আরব প্রবাসী। তাই তার চাচা-চাচি তাকে সোমবার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।


গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল আরিফ বলেন, প্রাথমিক পর্যেবক্ষণে মনে হয়েছে শিশুটির শারীরিক পরীক্ষা করানো দরকার। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, শিশুটির চাচা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

No comments:

Post a Comment