Pages

Wednesday, May 30

পুলিশ কর্তৃক নারীর শ্লীলতাহানী এবং আইনজীবী ও সাংবাদিক নির্যাতনে জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন

আইন-শৃংখলা রক্ষাকারী বাহীনির হাতে ক্রমাগত মানবাধিকার লংঘনের ঘটনায় জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন। জাস্টিসমেকার্স বাংলাদেশ অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, গত কিছুদিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারী বাহীনি তাদের কাজকর্ম ও আচরনে বেপরোয়া ও আক্রমনাত্বক হয়ে উঠেছে। গত ২৬ তারিখে আগারগাঁও মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে পেশাগত দ্বায়িত্ব  পালন কালে পুলিশ কর্তৃক তিন ফটো সাংবাদিককে নির্যাতন করে। তাছাড়া, গতকাল ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতে বিচার প্রার্থী এক মহিলাকে আদালত সংলগ্ন পুলিশ ক্লাবে নিয়ে পুলিশের উর্দ্ধতন সদস্যের উপস্তিতিতে পুলিশ সদস্য তার শ্লীনতাহানী করে এবং সে ঘটনার সংবাদ সংগ্রহকারী সাংবাদিক ও প্রতিবাদকারী আইনজীবীদের শারীরিকভাবে নির্যাতন করে।

মানবাধিকার সংঘটন জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত উল্লেখিত মানবাধিকার লংঘনজনিত ঘটনায় অতীব উদ্বিগ এবং তীব্র ক্ষোভ পকাশ করছে। দেশের মানুষ সমস্যায় পড়লে  তাৎক্ষনিক সহযোগীতার জন্য যেখানে পুলিশের সাহায্যপ্রার্থী হন, সেই পুলিশ সদস্য যদি সাহায্য প্রার্থী নাগরিকের মানবাধিকার লংঘনের সাথে সরাসরি যুক্ত হয়, তবে দেশের মানুষের সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পরে। তাই সংঘটন জাস্টিসমেকার্স বাংলাদেশ উল্লেখিত ঘটনাগুলোর সুষ্ঠু ও নিপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোড় দাবী জানাচ্ছে।

তাছাড়া, জাস্টিসমেকার্স বাংলাদেশ সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ নিরাপদ দুরুত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ দেওয়া সংক্রান্ত  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। জাস্টিসমেকার্স বাংলাদেশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মত সরকারের একজন গুরুত্বপূর্ন ব্যক্তির এরূপ দায়িত্বহীন বক্তব্যর পুলিশ বাহীনির কর্মকান্ড ও অচরন তাদের বেপরোয়া কর্মকান্ডকে উৎসাহিত করবে। পুলিশ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাদের দায়িত্ব ও কর্তব্য পালনে জনবান্ধব হিসেবে কাজ করবে-এটিই জাস্টিসমেকার্স বাংলাদেশ প্রত্যাশা করে।